Rupankar Bagchi (Photo Credit: Instagram)

কলকাতা, ৩ জুন:  শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন রূপঙ্কর বাগচি। কেকের পরিবারের প্রতি দুঃখপ্রকাশ করেন রূপঙ্কর। পাশাপাশি কেকে-কে নিয়ে যে মন্তব্য ভিডিয়ো শেয়ার করেন, তা ফেসবুক থেকে ডিলিট করছেন বলে জানা গায়ক।

রূপঙ্কর বলেন, তিনি ওড়িশায় বসে যে ভিডিয়ো পোস্ট করেন, তার জেরে তাঁর পরিবারকে এমন দুর্ভাবনা, আতঙ্ক এবং মানসিক নীপিড়নের মধ্যে পড়তে হবে, তা তিনি ভাবেননি। এত বছর ধরে তিনি নানা সম্মান পেয়েছেন। লক্ষ লক্ষ মানুষের বালবাসা পেয়েছেন। কিন্তু এত ঘৃণা, এত আক্রোশ, এত বিরুদ্ধতা তৈরি হয়েছে তাঁর বক্তব্য গুছিয়ে বলতে না পারার জন্য বলেও মন্তব্য করেন রূপঙ্কর বাগচি।

আরও পড়ুন:  Rupankar Bagchi: কেকে-র মৃত্যুর পর চরম বিতর্ক, রূপঙ্করের গাওয়া জিঙ্গল বাতিল করল মিও আমরে

রূপঙ্করের বিবৃতি... (সংগৃহীত)

গত মঙ্গলবার কলকাতার অনুষ্ঠানের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ। কেক-কে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপর থেকেই রূপঙ্করের 'কে কেকে' মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেন নেট জনতার একাংশ।