কলকাতা, ৩ জুন: কেকে-র (KK) মৃত্যুর পর থেকে রূপঙ্কর বাগচিকে (Rupankar Bagchi) নিয়ে বিতর্ক অব্যাহত। রূপঙ্কর বাগচি-র কে কেক মন্তব্য নিয়ে তোলপাড় সামাজিক মাধ্যম। তাতে ঘৃতাহুতি দেয় কেকে-র মৃত্যু। সবকিছু মিলিয়ে রূপঙ্কর বাগচিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যখন একের পর এক মন্তব্য উঠে আসতে শুরু করে, সেই সময় সংশ্লিষ্ট গায়কের গাওয়া জিঙ্গল বাতিল করল মিও আমরে।
সম্প্রতি সর্বজিৎ মৈত্র নামে এক আবেদন করেন, মিও আমরে যেন রূপঙ্কর বাগচির গাওয়া বিজ্ঞাপনী জিঙ্গলটি বাতিল করে। না হলে মানুষ মিও আমরে বিমুখ হতে পারে। সর্বজিৎ মৈত্রর করা মন্তব্যের প্রেক্ষিতে মিও আমরের তরফে জানানো হয়, গত ১ জুন থেকে তাঁরা রূপঙ্করের গাওয়া জিঙ্গল বাতিল করেছে। এমনকী রূপঙ্করের মন্তব্যকে তাঁরা কোনওভাবেই সমর্থন করে না বলেও জানানো হয় মিও আমরে কর্তৃপক্ষের তরফে।
আরও পড়ুন: Salman Khan: অপেক্ষা হানি সিংয়ের, আইফায় রাজকীয় প্রবেশ সলমনের, দেখুন
প্রসঙ্গত গত মঙ্গলবার কলকাতার অনুষ্ঠানের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ। কেক-কে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপর থেকেই রূপঙ্করের 'কে কেকে' মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেন নেট জনতার একাংশ।