দিল্লি, ২৮ জুন: শুক্রবার সংসদে অধিবেশন শুরু হতেই মেডিকেলে এন্ট্রান্সে প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধীরা। NEET নিয়ে সংসদে বিরোধীদের বিক্ষোভ শুরু হতেই কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিরোধী দলেনতা মল্লিকার্জুন খাড়গের বিক্ষোভ দেখে তার তীব্র নিন্দা করেন রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনখড়।
জগদীপ ধনখড় বলেন, ভারতের সংসদের ইতিহাসে আজ এক 'কলঙ্কিত' দিন। যেদিন বিরোধী দলনেতা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমন ঘটনা আগে কখনও ঘটেনি বলে মন্তব্য করেন ধনখড়। পাশাপাশি বিষয়টি নিয়ে তিনি দুঃখপ্রকাশও করেন। শুক্রবার বিরোধী দলনেতার ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর ঘটনায় তিনি ব্যাথিত, মর্মাহত বলেও মন্তব্য করেন জগদীপ ধনখড়। ভারতীয় সংসদের ঐতিহ্য ক্রমশ নিম্নগামী বলেও মন্তব্য করতে শোনা যায় ধনখড়কে।