ইটানগর: অরুণাচল প্রদেশের পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে শুক্রবার রাজধানী ইটানগরে বিক্ষোভ হচ্ছিল। প্রথমে শান্তিপূর্ণভাবে সবকিছু ঠিকঠাক থাকলেও পরে নিরাপত্তা বাহিনীর সদস্য ও পুলিশকর্মীদের সঙ্গে তুমুল মারামারি হয় বিক্ষোভকারীদের। এর জেরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। প্রতিবাদ জানাতে আজ বনধ ডেকে ছিল বিক্ষোভকারীরা।
বনধের জেরে শনিবারও উত্তেজনা ছিল ইটানগরে। বেশ কিছু জায়গায় পুলিশের সঙ্গে গণ্ডগোল হয় বনধ সমর্থকদের। পুলিশ ও দমকলের গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি সরকারি সম্পত্তিরও ক্ষতি করে।
Itanagar, Arunachal Pradesh| Situation still remains tense following the bandh invoked due to the Arunachal Pradesh Public Service Commission paper leak case and protesters' demands. Police vehicles, fire tender and public properties were also attacked pic.twitter.com/J6RGstEw97
— ANI (@ANI) February 18, 2023
Yesterday, protesters broke the police barricades twice in front of Raj Bhawan. State govt has appealed to withdraw APPSC-related bandh. The government has urged bandh callers to discuss their other demands with govt. But the crowds are still aggressive: Jimmy Chiram, SP Itanagar pic.twitter.com/oObN93y5Jl
— ANI (@ANI) February 18, 2023