দিল্লি, ১৮ জুলাই: ফের মর্মান্তিক ঘটনা যোগী রাজ্যে (Uttar Pradesh)। এবার টিভিতে ক্রাইম দেখার ফল ভুগতে হল বছর ৭-এর এক কিশোরীকে। যোগী রাজ্যের এমন ঘটনা প্রকাশ্যে আসতেই শিউরে উঠতে শুরু করেছেন অনেকে।
রিপোর্টে প্রকাশ, টেলিভিশনের (TV) একটি জনপ্রিয় শো দেখে বছর ৭-এর এক কিশোরীকে অপহরণ করে ১৫-১৬ বছর বয়সী ৫ পড়ুয়া। এরপর ওই কিশোরীকে শৌচাগারে আটকে রেখে পণের টাকা দাবি করা হয়। দশম শ্রেণীর ওই ৫ পড়ুয়া যেভাবে ৭ বছরের কিশোরীকে অপহরণ করে, মুক্তিপণ দাবি করে, তা দেখে চমকে উঠতে শুরু করে পুলিশ।
বুলন্দশহরের পুলিশ (Police) সুপার শ্লোক কুমার জানান, গত ৯ জুলাই বছর সাতের ওই কিশোরীকে অপহরণ করে ৫ স্কুল পড়ুয়া। এরপর আলিগড়়ে তাকে আটকে রাখা হয়। মুখে রুমাল বেধে ওই কিশোরীর কথা বন্ধ করে, এরপর ছুরি দিয়ে বার বার আঘাত করে খুন করা হয় কিশোরীকে। শুধু তাই নয়, খুনের পর ওই কিশোরীর দেহ নদীতে ভাসিয়ে দিয়ে ৫ পড়ুয়া সেখান থেকে চম্পট দেয়। পুলিশ পরে ওই অপহৃত কিশোরীর দেহ নদী থেকে উদ্ধার করে। ঘটনা জানাজানি হতেই কিশোরীর বাবা ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।
আরও পড়ুন: US: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা, আততায়ীর গুলিতে পরপর প্রাণ ঝরল শপিং মলে
পুলিশের কথায়, অভিযুক্তদের মধ্যে ১ জন সম্প্রতি ৪০ হাজার টাকা হারিয়ে ফেলে। বন্ধুদের সেই খবর জানাতেই, তারা ৭ বছরের ওই কিশোরীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করবে বলে ছক কষে। পরিকল্পনা অনুযায়ী, গত ৯ জুলাই ওই কিশোরীকে তারা অপহরণ করে মুক্তিপণের দাবি করে। কিন্তু শেষ পর্যন্ত তাদের পরিকল্পনা সফল না হওয়াতেই বছর সাতের ওই কিশোরীকে খুন করে, তার দেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয় বলে খবর। নদীতে ওই কিশোরীর দেহ ভেসে উঠতেই, এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় ৫ পড়ুয়া। এরপর পুলিশের সন্দেহ হতেই তদন্ত শুরু হয়। এবাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে ওই ঘটনায় ২০০ জনকে ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে বলে খবর।