বঙ্গোপসাগরে আইএনএস জলস্বাতে 'ধন্যবাদ' বার্তা (Picture Credits: Twitter)

কলকাতা, ৩ মে: বঙ্গোপসাগরে আইএনএস জলস্বা করোনার বিরুদ্ধে লড়াইরত চিকিৎসক, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী, স্যানিটেশন কর্মী এবং পুলিশ কর্মী সহ করোনা ওয়াররিওর্সদের ধন্যবাদ জানায়। ভারতীয় নৌবাহিনী উদ্যোগে আইএনএস জলস্বা জাহাজে 'থ্যাঙ্ক ইউ' লিখে করোনা-যোদ্ধাদের কুর্নিশ জানায়।নৌবাহিনীর কর্মীরা 'থ্যাঙ্ক ইউ'-র আকারে সার দিয়ে দাঁড়িয়ে অভিনব ধন্যবাদজ্ঞাপন করেন। ভারতের তিন বাহিনী- নৌ, বায়ু ও সেনাবাহিনী তাঁদের উদ্দেশে শ্রদ্ধা জানান। দেশের সমস্ত রাজ্যের কোভিড হাসপাতালগুলিতে (COVID Hospitals) পুষ্পবৃষ্টি (Showering Flowers) করে বায়ুসেনা (IAF)।

চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানাতে হরিয়ানা, পঞ্জাব, কাশ্মীর, কন্যাকুমারী, দিল্লি, পাটনা থেকে কলকাতার রাজারহাট, আলিপুরেও পুষ্পবৃষ্টি করা হয়। রাজ্যের দু' টি কোভিড হাসপাতালে সেনাবাহিনীদের সম্মান। আলিপুর কমান্ড হাসপাতাল (Alipore Command Hospital) ও রাজারহাট চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের (Rajarhat Chittaranjan Cancer Hospital) ওপর পুষ্পবৃষ্টি করা হয়। আরও পড়ুন, দেশজুড়ে করোনা যোদ্ধাদের কুর্নিশ জানালো বায়ুসেনা, হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি সমস্ত কোভিড হাসপাতালগুলিতে

দেশের সমস্ত নৌঘাঁটি আলোয় সাজানো হচ্ছে জাহাজগুলি। সেনাবাহিনীরা ব্যান্ড বাজিয়ে, জমকালো কুচকাওয়াচ এবং গানের মধ্যে দিয়ে করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাচ্ছেন তাঁরা। দেশের প্রত্যেকটি রাজ্যে শ্রদ্ধার্ঘ জানাচ্ছেন তাঁরা। করোনার প্রথম শ্রেণীর যোদ্ধাদের মনোবল বাড়াতে এই শ্রদ্ধার্ঘ্যের আয়োজন করা হয়েছে। দিল্লির রাজপথে পুষ্পবৃষ্টি করা হয়, পঞ্চকুলাতে পুষ্পবৃষ্টি ও ব্যান্ড বাজিয়ে কুর্নিশ জানানো হয়। আজ সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে এই উদ্যোগ নেওয়া হয়।

গত ১ মে জানানো হয়েছিল করোনা-যুদ্ধে ফ্রন্টলাইনে দাঁড়িয়ে লড়াই করছে যারা তাদের ধন্যবাদ জানাবে দেশের সশস্ত্র বাহিনী। শুক্রবার একথা ঘোষণা করেছিলেন প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত। করোনা চিকিৎসায় যুক্ত হাসপাতালগুলিকে ফ্লাইপাস্টে ধন্যবাদ ভারতীয় বায়ুসেনার (IAF)। দু’টো ফ্লাইপাস্টের মধ্যে একটি ফ্লাইপাস্ট শ্রীনগর খেকে ত্রিবান্দ্রমে এবং অপর ফ্লাইপাস্ট অসমের ডিব্রুগড় থেকে গুজরাতে কচ পর্যন্ত কোভিড হাসপাতালের উপর ফুল ছড়ানো হয়।উদ্দেশ্য একটাই, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, পুলিশ ও জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত সকল ব্যক্তিকেই সম্নান জানানো। রাজ্যে এই উদ্যোগে অংশ নেয় ব্যারাকপুর সেনাঘাঁটি।