Income Tax Filing (Photo Credits: Pixabay)

নতুন দিল্লি, ৩১ আগস্ট: চলতি মাসের ৩০ তারিখের মধ্যে ২০২০-২১ আয়কর রিটার্ন ফাইল করতে হবে। যদি ইতিমধ্যেই আয়কর রিটার্নের ফাইল (ITR Filing) জমা করে থাকেন তো ভাল। যদি উত্তর না হয়, তাহলে সময় নষ্ট না করে এই বেলা আয়কর রিটার্নের আবেদন করে ফেলুন। কারণ ৩০ সেপ্টেম্বর আসতে আর বেশি দেরি নেই। সাধারণত আয়কর রিটার্নের ফাইলিং হয়ে যায় ৩০ জুনের মধ্যে। তবে চলতি বছর মহামারী করোনার কোপে সমস্ত হিসেব ওলোটপালোট হয়ে গিয়েছে। এ বছর আয়কর জমা দেওয়ার সময়সীমা বেশ কয়েকবার বেড়েছে। যখন শেষের দিন আর দূরে নয়, তখন যত তাড়াতাড়ি সম্ভব আয়কর রিটার্নের ফাইলিং করে ফেলুন। নতুন আয়কর পোর্টালেই www.incometax.gov.in –এ লগইন করে আয়কর রিটার্ন ফাইল করতে হবে আয়কর দাতাকে

আয়কর রিটার্নের আবেদনে কী কী করবেন আর কী কী করবেন না:

  • সঠিক আয়কর ফর্ম সিলেক্ট করুন:আয়কর রিটার্নের ফাইলিংয়ের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভুল আয়কর রিটার্নের ফর্ম দাখিল করলে পুরো প্রক্রিয়া বিফলে যাবে রিটার্ন ইনভ্যালিড হয়ে যাবে।
  • সঠিক মূল্যায়ণের বছর বেছে নিন:মনে রাখবেন আপনার মূল্যায়ণের বছর ২০২১-২২। আর আপনি ২০২০-২১ আর্থিক বর্ষের আয়কর রিটার্ন ফাইল করছেন। মনে রাখবেন আপনার দেওয়া একটা ভুল তথ্যই, টাকা ফেরতের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।
  • বিগত আর্থিক বছরের আয়ের হিসেব দিতে হবেযদি আপনার আয়কর রিটার্ন ফাইলিংয়ে গতবছরের আয়ের হিসেব অনিচ্ছাকৃতভাবে দিতে ভুলে যান। তাহলে আয়কর দপ্তরের থেকে নোটিস পেতে পারেন।
  • আয়কর রিটার্ন ফাইলিংয়ের শেষে ভেরিফিকেশন সম্পূর্ণ করুন:আয়কর রিটার্ন ফাইলিংয়ের পরে গোটা প্রক্রিয়াটি ভেরিফাই করা বাধ্যতামূলক। মূলত আয়কর রিটার্ন ফাইলিংয়ের ১২০ দিনের মধ্যে এই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। নাহলে আয়কর রিটার্ন ফাইলিং সম্পূর্ণ বলে গন্য হবে না। দুভাবে এই প্রক্রিয়া আপনি সারতে পারেন। প্রথমটি আয়কর রিটার্ন ফাইলিংয়ের পরে ১ মিনিটের মধ্যেই অনলাইনে কাজটি সারতে পারেন। নাহলে ফর্ম ডাউনলোডের পর ফিলআপ করে বেঙ্গালুরু অফিসে জমা করতে পারেন।

কী কী করবেন

  • নতুন ITR Portal-এ লগইন করুন incometax.gov.in এইপোর্টালে আধার প্যান যুক্ত করতে হবে৷
  • Income Tax Return-এ ক্লিক করে e-File Tab এর অধীনে File Income Tax Return
  • অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করে কাজ শুরু করুন৷
  • ITR ফাইলিংয়ের জন্য Mode Select করুন৷
  • সাধারণত অনলাইন মোড চাওয়া হয়, এবার শুরু করুন৷
  • এবার “start filing new ITR”-এ ক্লিক করুন৷
  • individual, HUF and others নামে তিনটি পেজ খুলে যাবে
  • individual বেছে নিন
  • ITR টাইপ সিলেক্ট করুন৷
  • কেন ITR ফাইল করছেন, লিখুন৷ এবং প্রয়োজনীয় তথ্য পেশ করুন৷
  • যদি অ্যাপ্লিকেবল হয় তো পেমেন্ট করুন৷
  • ITR ফাইলিং হয়ে গেল সাবমিট অপশনে ক্লিক করুন৷
  • এবার ভেরিফিকেশন এ ক্লিক করতে হবে৷
  • ভেরিফিকেশন মোড সিলেক্ট করুন৷