![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2021/09/FotoJet-2021-09-26T082140.331-380x214.jpg)
শ্রীনগর, ২৬ সেপ্টেম্বর: জম্মু ও কাশ্মীরের উরি (Uri) সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের (Infiltration) চেষ্টা ব্যর্থ করল সেনাবাহিনীর (Indian Army)। যদিও, তিন সেনা জওয়ান জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন বলে সূত্র জানিয়েছে। শনিবার সন্ধ্যায় উরি সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে বেশ কয়েকজন জঙ্গি। সীমান্তে মোতায়েন সেনারা তাদের চ্যালেঞ্জ জানায়। দু'পক্ষের গুলির লড়াই শুরু হয়ে যায়। জঙ্গিদের গুলিতে জম হন তিন জওয়ান। এলাকায় এখনও অভিযান চলছে।
জখম সেনারা ১২ জাঠ রেজিমেন্টের সদস্য। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ১৮ সেপ্টেম্বর একই সেক্টরে সেনাবাহিনী আরেকটি বড় অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে দিয়েছিল। বাহিনীর গুলিতে ভয় পেয়ে জঙ্গিরা পাকিস্তানের দিকে চলে যেতে বাধ্য হয়।
এছাড়াও বৃহস্পতিবার উরির কাছ রামপুর সেক্টরে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়া তিন সশস্ত্র জঙ্গিকে নিকেশ করে সেনারা। উদ্ধার হয় প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র। বারামুলা জেলার রামপুর সেক্টরে ওই তিন জঙ্গির সঙ্গে গুলি বিনিময় হয় সেনার। তাতেই খতম হয় জঙ্গিরা। ৫টি একে ৪৭, ৪৫টি গ্রেনেড-সহ প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।