নতুন দিল্লি, ২৮ জুন: ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৯ হাজার ৯০৬ জনের শরীরে মিলল করোনাভাইরাস (Coronavirus)। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫ লাখ ২৮ হাজার ৮৫৯ জন। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪১০ জন। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬ হাজার ৯৫ জন। বর্তমানে চিকিৎসা চলছে ২ লাখ ৩ হাজার ৫১ জনের। সুস্থ হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৭১৩ জন। জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare)।
সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ১৩৩ জন। মৃত্যু হয়েছে সড়ে ৭ হাজারের কাছাকাছি। মহারাষ্ট্রের পরই রয়েছে গুজরাত। এখানে করোনা আক্রান্ত ৩০ হাজার ৭৭৩ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৭৯০ জনের। আরও পড়ুন: Kolkata: জোম্যাটোতে চিনা কম্পানির শেয়ার, চাকরি ছেড়ে টি শার্ট পোড়াল শতাধিক কর্মী, দেখুন ভিডিয়ো
410 deaths and highest single-day spike of 19,906 new #COVID19 cases in last 24 hours. Positive cases in India stand at 5,28,859 including 2,03,051 active cases, 3,09,713 cured/discharged/migrated & 16,095 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/0ugPwF1veL
— ANI (@ANI) June 28, 2020
গতকাল স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশের মোট করোনা আক্রান্তের মধ্যে ৮৫.৫ শতাংশ ৮টি রাজ্যের। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, তামিলনাড়ু, তেলাঙ্গানা, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ। দেশের মোট মৃত্যুর সংখ্যার ৮৭ শতাংশ এই ৮ রাজ্যের।