ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৮ জুন: ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৯ হাজার ৯০৬ জনের শরীরে মিলল করোনাভাইরাস (Coronavirus)। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫ লাখ ২৮ হাজার ৮৫৯ জন। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪১০ জন। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬ হাজার ৯৫ জন। বর্তমানে চিকিৎসা চলছে ২ লাখ ৩ হাজার ৫১ জনের। সুস্থ হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৭১৩ জন। জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare)।

সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ১৩৩ জন। মৃত্যু হয়েছে সড়ে ৭ হাজারের কাছাকাছি। মহারাষ্ট্রের পরই রয়েছে গুজরাত। এখানে করোনা আক্রান্ত ৩০ হাজার ৭৭৩ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৭৯০ জনের। আরও পড়ুন: Kolkata: জোম্যাটোতে চিনা কম্পানির শেয়ার, চাকরি ছেড়ে টি শার্ট পোড়াল শতাধিক কর্মী, দেখুন ভিডিয়ো

গতকাল স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশের মোট করোনা আক্রান্তের মধ্যে ৮৫.৫ শতাংশ ৮টি রাজ্যের। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, তামিলনাড়ু, তেলাঙ্গানা, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ। দেশের মোট মৃত্যুর সংখ্যার ৮৭ শতাংশ এই ৮ রাজ্যের।