Coronavirus Cases In India: বৃহস্পতিবার ভারতে করোনা আক্রান্তের গণ্ডী ছাড়ালো ৮০ লাখ, মৃত ১,২০,৫২৭
ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৯ অক্টোবর: বৃহস্পতিবার ৮০ লাখের গণ্ডী টপকে গেল ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In India)। বুধবার সারাদিনে দেশে নতুন করোনায় আক্রান্ত হলেন ৪৯ হাজার ৮৮১। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ৪০ হাজার ২০৩। অ্যাকটিভ কেস ৬ লাখ ৩ হাজার ৬৮৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ১১৬ জন। ইতিমধ্যেই করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন ৭৩ লাখ ১৫ হাজার ৯৮৯ জন। ৫৬ হাজার ৪৮০ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। গতকাল সারাদিনে দেশ করোনার বলি ৫১৭। দেশে সবমিলিয়ে মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ২০ হাজার ৫২৭ জন। ভারতে করোনা থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯০.৮৫ শতাংশ। মৃত্যুর হার ১.৫০ শতাংশ

আইসিএমআর-এর তথ্য বলছে, ১০ লাখ ৭৫ হাজার ৭৬০টি নমুনার করোনা টেস্ট হয়েছে গতকাল বুধবার। এখনও পর্যন্ত দেশে সবমিলিয়ে করোনা টেস্ট হয়েছে ১০ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৪৪০টি নমুনার। এদিকে ১৬ লাখ ৬০ হাজার ৭৬৬ জন করোনা আক্রান্তকে নিয়ে দেশের মধ্য সবথেকে করোনা বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। গতকাল সারাদিনে সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৩৮ জন। মহারাষ্ট্রে করোনার বলি ৪৩ হাজার ৫৫৪ জন। এর পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও দিল্লি। মহারাষ্ট্রে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৮৯. ৫৩ শতাংশ। মৃত্যুর হার ২.৬২ শতাংশ। আরও পড়ুন-Suryakumar Yadav: আরসিবির বিরুদ্ধে সুর্যকুমার যাদবের দূরন্ত ইনিংস যেন নির্বাচকদের মুখে সপাটে জবাব

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুসারে বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা চার কোটি ৪৪ লক্ষ ৩১৮ জন। মৃতের সংখ্যা ১১ লাখ ৭৩ হাজার ২৭০ জন।