করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৪ নভেম্বর:  ৪৬ হাজার ২৫৪ জন নতুন করোনা আক্রান্তকে নিয়ে ভারতে কোভিড রোগীর সংখ্যা ছাড়িয়ে গেল ৮৩ লাখের গণ্ডী। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্ত (Coronavirus Cases In India) ৮৩ লাখ ১৩ হাজার ৮৭৭ জন। মঙ্গলবার সারাদিনে দেশে করোনার বলি ৫১৪ জন। সবমিলিয়ে ভারতে এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ২৩ হাজার ৬১১ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৫ লাখ ৩৩ হাজার ৭৮৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৩৫৭ জন। মঙ্গলবারের তুলনায় লক্ষ্যণীয়ভাবে ৭ হাজার ৬১৮টি অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে। এখনও পর্যন্ত দেশে ৭৬ লাখ ৫৬ হাজার ৪৭৮ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। আরও পড়ুন-Poonam Pandey: গোয়াতে গিয়ে অশ্লীল ভিডিও শুট, পুনম পাণ্ডের বিরুদ্ধে দায়ের এফআইআর

সুস্থ হয়ে ওঠা করোনাজয়ীদের মধ্যে একজন বিদেশি, তাঁকে দেশে ফেরত পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার ৩ নভেম্বর আইসিএমআর মোট ১২ লাখ ৯ হাজার ৬০৯টি নমুনার করোনা টেস্ট করেছে। এখনও পর্যন্ত দেশে মোট ১১ কোটি ২৯ লাখ ৯৮ হাজার ৯৫৯টি নমুনার করোনা টেস্ট হয়েছে। ভারতে করোনাকে হারিয়ে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯২. ৯ শতাংশ। মৃত্যুর হার ১.৫০ শতাংশের নিচে নেমেছে। ১৬ লাখ ৯২ হাজার ৬৯৩ জন করোনা আক্রান্তকে নিয়ে দেশের সবথেকে বিধ্বস্ত রাজ্য এখন মহারাষ্ট্র। সেখানে গতকাল কোভিডের বলি হয়েছেন ১২০ জন। সবমিলিয়ে ওই রাজ্যে করোনায় মৃত ৪৪ হাজার ২৪৮ জন। নতুন করোনা আক্রান্ত ৪ হাজার ৯০৯ জন। সেখানে সুস্থতার হার বেড়েছে ৯০.৪৬ শতাংশ। অন্যদিকে ২.৬১ শতাংশেই থেমে আছে মৃত্যুর হার।

এএনআই-এর টুইট

গত কয়েকদিন ধরে বিপজ্জনক হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজধানীতে। গতকাল সারাদিনে সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭২৫ জন। দিল্লিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৪ লাখ ৩ হাজার ৯৬ জন। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে করোনাভাইরাসের থার্ড ওয়েভ প্রত্যক্ষ করছে রাজধানী। দেশের অন্যান্য করোনা বিধ্বস্ত রাজ্য হল অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশা।