বালি: আগামী বছরের জি২০ সামিটের ( G20 Summit) আয়োজন করতে চলেছে ভারত (India)। বুধবার ২০২২ সালের জি২০ সামিট শেষ হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী (Indian Prime Minister) নরেন্দ্র মোদির (Narendra Modi) হাতে এই দায়িত্ব তুলে দিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি (Indonesia President) জোকো উইডোডো (Joko Widodo)।
বুধবারই শেষ হয়েছে বালিতে অনুষ্ঠিত ২০২২ সালের জি২০ সামিট। আর তার শেষ লগ্নে ভারতের হয়ে আগামী জি ২০ সামিটের আয়োজনের দায়িত্ব ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির হাত থেকে নিজের হাতে তুলে নিলেন নরেন্দ্র মোদি। এর ফলে ডিসেম্বরের ১ তারিখ থেকে জি ২০ দেশগুলির সভাপতির দায়িত্ব পালন করবে ভারত।
এই দায়িত্ব হাতে তুলে নেওয়ার পর নরেন্দ্র মোদি বলেন, "প্রতিটি ভারতবাসীর কাছে এই দায়িত্ব সম্মানের ও গর্বের। এই দায়িত্ব পূরণ করতে ভারতের অস্ত্র হবে ডিজিটাল প্রযুক্তি।আর আগামী জি২০ সামিটের থিম হবে, বসুধৈব কুটুম্বকম বা এক বিশ্ব, এক পরিবার। জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলোকে একসঙ্গে নিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাবে ভারত।"
জি২০ গোষ্ঠীভুক্ত ১৯টি দেশ হল-আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইটালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। এই দেশগুলি সারা বিশ্বের ৮০ শতাংশ জিডিপি ও ৭৫ শতাংশ আন্তর্জাতিক ব্যবসার নিয়ন্ত্রক। বিশ্বের দুই-তৃতীয়াংশ জনসংখ্যাও রয়েছে এই দেশগুলিতে।
বুধবার এই ভিডিয়োটি শেয়ার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষেণ রেড্ডি।
Indonesian President @jokowi symbolically hands over #G20 Presidency to Prime Minister Shri @narendramodi .
India 🇮🇳 formally assumes G20 Presidency from 1st December this year.
PM Modi said: India's G20 presidency will be inclusive, ambitious, decisive and action-oriented. pic.twitter.com/2W8bu9wXRw
— G Kishan Reddy (@kishanreddybjp) November 16, 2022