নতুন দিল্লি, ২৮ ফেব্রুয়ারি: কোনওরকমভিসা ছাড়াই ভারতীয় নাগরিকরা পোল্যান্ডের সীমান্ত পেরোতে পারবেন, দিল্লিতে জানালেন পোল্যান্ডের রাষ্ট্রদূত অ্যাডাম বুরাকোস্কি। ইউক্রেনের উপরে আগ্রাসন নীতি বজায় রেখেছে মস্কো। রুশ সেনা ইউক্রেনে ঢুকে পড়েছে। একের পর এক এলাকা বোমারু বিমানে বিধ্বস্ত। এ পরিস্থিতিতে সেখানে আটকে ভারতীয় পড়ুয়াদের দেশেে ফেরাতে তৎপর। অপারেশন গঙ্গা নামের নেতৃত্বে চলছে উদ্ধার অভিযান। এদিন সকালেও ২৪৯ জন ভারতীয় পড়ুয়া রোমানিয়া থেকে দেশে ফিরেছে। ইতিমধ্যে ইউক্রেনের শেইনি শহর থেকে বাসে করে পোল্যান্ডে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ভারতীয় ছাত্রদের একটি দলকে। আরও পড়ুন-Fact Check: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিনামূল্যে উপহার দিচ্ছে Amazon! ব্যাপারটা কী?
দেখুন টুইট
There will be special flights for Indian students. Poland is cooperating & will also help India's High-level delegation in evacuation process. Indian nationals can cross into Poland border without any visa: Ambassador of Poland to India, Adam Burakowski on #RussiaUkraineConflict pic.twitter.com/uCeCeG8vJz
— ANI (@ANI) February 28, 2022
এদিন দিল্লিতে পোল্যান্ডের রাষ্ট্রদূত অ্যাডাম বুরাকোস্কি (Ambassador of Poland to India, Adam Burakowski ) সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন " সেখানে ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর জন্য থাকবে বিশেষ বিমান। সমস্ত রকমের সহযোগিতার পাশাপাশি ইউক্রেন থেকে দেশের নাগরিকদের উদ্ধারের জন্য আসা ভারতের শীর্ষস্তরের প্রতিনিধি দলকেও সাহায্যের আশ্বাস দেওয়া হচ্ছে। কোনওরকমভিসা ছাড়াই ভারতীয় নাগরিকরা পোল্যান্ডের সীমান্ত পেরোতে পারবেন।"
তিনি আরও বলেন, "আমরা ইউক্রেনের পাশে থেকে সমস্ ধরনের অস্ত্রশস্ত্র গোলাবারুদ দিয়ে সহযোগিতা করছি। প্রাইভেট জেট-সহ যেকোনও ধরনের রাশিয়ান বিমানের জন্য অবরুদ্ধ সমগ্র ইউরোপীয় ইউনিয়নের আকাশ সীমা। একইভাবে জাপান, আআমেরিকা-সহ অন্যান্য দেশও একইভাবে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। "