শ্রীনগর: কাশ্মীর উপত্যকায় (Kashmir valley) বসবাসকারী মহিলা (women) ও নাবালক-নাবালিকাদের (juveniles) মাধ্যমে জঙ্গিদের (terrorists) কাছে তাদের বার্তা (messages) ও অস্ত্র (weapons) পৌঁছে দিচ্ছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (Pakistan's Inter-Services Intelligence (ISI))। তাদের এই বিপজ্জনক (dangerous) চক্রান্তের পর্দা ফাঁস (exposes) হয়ে গেছে ভারতীয় সেনার (Indian Army) কাছে। আর তারপরই এই বিষয়টি রুখতে সেনা মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে উল্লেখ করেছেন ভারতীয় সেনার একজন উচ্চপদস্থ আধিকারিক।
এপ্রসঙ্গে শ্রীনগরে অবস্থিত চিনার কর্পসের জেনারেল কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল অমরদীপ সিং আউজলা (Chinar Corps General Officer Commanding Lt Gen Amardeep Singh Aujla) আরও জানান, আমাদের নিরাপত্তা বাহিনীগুলি আরও বেশি সতর্ক থাকতে হবে। কারণ সীমান্তের ওপারে থাকা কিছু মানুষ ভারতের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার জন্য সবসময় বিভিন্ন রকমের ছক কষছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সতর্ক থাকতে হবে যাতে করে তারা কাশ্মীর উপত্যকার মহিলা এবং নাবালক-নাবালিকাদের মাধ্যমে মাদক, অস্ত্র ও বার্তা প্রেরণ কাজ না করতে পারে। কিছু ঘটনায় ভারতীয় সেনা পাকিস্তানের গুপ্তচর বাহিনী ও জঙ্গি সংগঠনের প্রধানদের এই অপচেষ্টা রুখতে সমর্থ হওয়ার পাশাপাশি তারা যাতে আর এই কাজ না করতে পারে তার সবরকম চেষ্টা চালাচ্ছে। কাশ্মীর উপত্যকার সাধারণ মানুষদের এই সমস্ত বিষয়ে সতর্ক করার পাশাপাশি নজরদারিও চালাচ্ছে ভারতীয় সেনা। কারণ বর্তমানে মোবাইলের মাধ্যমে যোগাযোগ বন্ধ করে এভাবেই যোগাযোগ স্থাপনের পন্থা নিয়েছে আইএসআই ও জঙ্গিরা।
এতদিন পর্যন্ত কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদীদের সঙ্গে মোবাইলে যোগাযোগ রাখত তাদের পাকিস্তানি হ্যান্ডলাররা। জঙ্গিদের মাধ্যমেই অস্ত্রশস্ত্র পৌঁছে দেওয়া হত তাদের হাতে। কিন্তু, ভারতীয় সেনাবাহিনীর ক্রমবর্ধমান নজরদারি এবং ফোন ট্যাপ করে তাদের বার্তা পড়ে ফেলার মুখে কৌশল পাল্টেছে আইএসআই এবং পাক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি। তবে ভারতীয় সেনার গোয়েন্দাদের তৎপরতায় তাদের এই কৌশল ফাঁস হয়েছে। তবে কাশ্মীর উপত্যকায় যে শান্তি বিরাজ করছে, তাতে ব্যাঘাত ঘটাতে নিয়ন্ত্রণরেখা জুড়ে ষড়যন্ত্র ও পরিকল্পনা চলছে। কাজেই, সেনাবাহিনীকে সতর্ক থাকতেই হবে। আরও পড়ুন: Nitish Kumar: প্রধানমন্ত্রী হতে নয়, বিজেপি মুক্ত দেশ গড়তেই বিরোধীদের এক করছেন নীতীশ কুমার, দাবি জেডিইউ প্রধান লালন সিংয়ের