Nitish Kumar (Photo Credit: ANI/Twitter)

পটনা, ১১ জুন: নীতীশ কুমার বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদের দাবিদার নন। নীতীশ বিরোদীদের এক জায়গায় আনছে বিজেপি মুক্ত দেশ গড়তে। কারণ বিজেপি দেশের পক্ষে বিপজ্জনক, দেশে বিভেদ তৈরি করা দল। এমন দাবিই করলেন জনতা দল ইউনাইটেডের প্রধান রাজীব রঞ্জন সিং (লালন)। ২০২৪ লোকসভা নির্বাচন শেষে দেশে বিজেপি মুক্ত হবে এবং তারপর সব দল বসে ঠিক করবে দেশের প্রধান নেতা কে হবেন। এমন দাবি করলেন জেডি (ইউ)-এর প্রধান লালন সিং।

দেশের সব বিজেপি বিরোধী দলগুলিকে এক জায়গায় এনে জোট গড়তে বড় ভূমিকা নিচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। যে নীতীশ ক মাস আগেও বিজেপির সমর্থনে বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু বিজেপি তার দল ভাঙাচ্ছে বুঝতে পেরে কংগ্রেস, আরজেডি-র সঙ্গে জোট বেঁধে নতুন সরকারের মুখ্যমন্ত্রী হন নীতীশ। এখন নীতীশ গোটা দেশে ঘুরে বিরোধী নেতাদের সঙ্গে কথা বলে জোট গড়ার লক্ষ্যে নেমেছেন। বিহারের মুখ্যমন্ত্রী কখনো নবান্নে এসে কথা বলেছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে। তো আবার নীতীশ কখনও লখনৌয়ে গিয়ে বিরোধী জোট গড়ার আশায় কথা বলেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের কাছে। আরও পড়ুন-Gujarat Car Fire Video: দাউদাউ করে জ্বলছে খামারের ধারে দাঁড় করানো ৫টি গাড়ি, দেখুন

দেখুন ভিডিয়ো

দিল্লিতে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়িয়ে বিরোধী জোটের পথ মসৃণ করেছেন নীতীশ। বিজেপির কটাক্ষ নীতীশ এখন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেই এমন করছেন। নীতীশের আমন্ত্রণেই আগামী ২২ জুন পটনায় বৈঠকে বসছেন দেশের বিরোধী দলের নেতারা।