জেনারেল বিপিন রাওয়াত (Photo Credit: IANS)

দিল্লি, ১৯ আগস্ট: পাক অধিকৃত কাশ্মীরকে ফের ভারতের সঙ্গে জুড়তে বদ্ধপরিকর প্রতিরক্ষা মন্ত্রক। এবার সেদিকেই আরও এক ধাপ এগিয়ে দিল সেনা প্রধান বিপিন রাওয়াতের (General Bipin Rawat) মন্তব্য। এদিন অবসর নিতে চলা সেনাকর্তাদের সঙ্গে এক রুদ্ধদার বৈঠকে জেনারেল রাওয়াত বলেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা ভারতীয় সেনার অভ্যেস হয়ে গিয়েছে। আর যুদ্ধের মূল লক্ষ্যই হল পাক অধিকৃত কাশ্মীরকে মুক্ত করা। বালাকোট হামলার পরবর্তী যেকোনও রকম যুদ্ধের জন্যই ভারতীয় সেনা একেবারে প্রস্তুত রয়েছে, জানিয়ে দিলেন সেনা প্রধান। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর প্রকাশ্যে এসেছে।

কয়েকদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Pakistan Prime Minister Imran Khan) অভিযোগ করেন, ভারত আজাদ কাশ্মীরকে (পড়ুন পাক অধিকৃত কাশ্মীর) ছিনিয়ে নেওয়ার জন্য যুদ্ধের পরিকল্পনা করছে। ইমরানের এই বক্তব্যের পর পাল্টা তোপ দাগেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh)। গত শুক্রবার পোখরান থেকে বলেন, ‘আমরা এখনও পারমাণবিক চুক্তি নিয়ে পুরনো সিদ্ধান্তেই স্থির আছি। তবে আগামীকাল যদি পরিস্থিতি বদলায় তাহলে নাও থাকতে পারি।’ একদিন পরে রাজনাথ সিং জানান, ‘পাকিস্তানের সঙ্গে এখন যা আলাপ আলোচনা হতে পারে তা অবশ্যই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে।’ আরও পড়ুন-Article 370 move: কাশ্মীর প্রশ্নে কেন্দ্রকে সমর্থন, চাপের মুখে রাজনীতি ছাড়তে পারেন ভূপিন্দর সিং হুডা

এই বক্তব্য রাষ্ট্র হতেই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Union Minister Jitendra Singh) বলেন, ‘এখন ভারতের দৃঢ় লক্ষ্যই হল পাক অধিকৃত কাশ্মীরকে মুক্ত করা ভারতকে ফের পূর্ণ করে তোলা। কাশ্মীরে ৩৭০ ধারা (Article 370) বিলুপ্তির মতো ঐতিহাসিক সিদ্ধান্ত যখন সম্পন্ন হয়েই গিয়েছে এখন তো পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভাবনাচিন্তা করতেই হবে। পাকিস্তান কাশ্মীরের একাংশ অবৈধভাবে দখল করে রেখেছে, এবার তা ছিনিয়ে নিয়ে খণ্ডিত ভারতকে পূর্ণ করার সময় এসে গিয়েছে।’