নতুন দিল্লি, ১২ মে: গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত (COVID-19 cases) হলেন ৩ হাজার ৬০৪ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুসারে দেশ মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এখন ৭০ হাজার ৭৫৬ জন। এই মুহূর্তে তার মধ্যে ৪৬ হাজার ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ২২ হাজার ৪৫৪ জন। সবমিলিয়ে দেশে করোনার বলি ২ হাজার ২৯৩ জন। দিন যত এগোচ্ছে মহারাষ্ট্রের অবস্থা ততই খারাপ হচ্ছে। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৪০১। ৪ হাজার ৭৮৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। করোনা যুদ্ধে হেরে গিয়েছেন ৮৬৮ জন। গুজরাটে মোট করোনা আক্রান্ত ৮ হাজার ৫৪১ জন। ইতিমধ্যেই সেখানে ৫১৩ জনের মৃত্যু হয়েছে।
তামিলনাড়ুতে কোভিড-১৯ পজিটিভ রোগী ৮ হাজার ২ জন। দিল্লিতে মোট আক্রান্ত ৭ হাজার ২৩৩ জন। সেখানে এখনও পর্যন্ত করোনার বলি ৭৩ জন। এই মুহূর্তে দেশজুড়ে তৃতীয় পর্যায়ের লকডাউন চলছে। যা আগামী ১৭ মে শেষ হচ্ছে। সোমবার সমস্ত মুখ্যমন্ত্রীদের নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেনদ্র মোদি। লকডাউনকে ধীরে ধীরে কীভাবে তোলা যায় তানিয়ে বিশদে আলোচনা হয়েছে। এই পরিস্থিতিতে মুখ থুবড়ে পড়া অর্থনীতিকে ফের কতটা সচল করা যায় তানিয়েও বার্তালাপ হয়। প্রধানমন্ত্রী বৈঠকে লকডাউন বাড়ানোর সম্ভাব্য প্রস্তাবও দিয়ে রেখেছেন। তৃতীয় পর্যায়ের লকডাউন শিথিলতায় কতটা কাজ হল তারও পর্যালোচনা হবে। এই চলতি লকডাউন পর্বে সরকারের তরফে গ্রিন ও অরেঞ্জ জোনে বেশকিছু শিথিলতার বন্দোবস্ত হয়েছে। আরও পড়ুন- Boris Johnson: কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি হলেও তা রোগ সারাবে কি না গ্যারান্টি নেই, বললেন বরিস জনসন
#COVID19: 87 deaths reported in the last 24 hours; total death toll 2293 https://t.co/sK3Eq4eR1P
— ANI (@ANI) May 12, 2020
আজ থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ১৫ জোড়া বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল। এই এসি ট্রেন রাজধানী এক্সপ্রেসের সমতুল্য। ট্রেনে উঠতে গেলে যাত্রীর কাছে বৈধ অনলাইন টিকিট চাই। ট্রেন ছাড়ার তিনঘণ্টা আগে প্ল্যাটফর্মে পৌঁছাতে হবে। ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হবে। যাত্রীর স্কিনিং হবে। আইআরসিটিসি খাবার বা কম্বল সরবরাহ করবে না। নতুন দিল্লি থেকে ছাড়বে ট্রেন। অসু্স্থ যাত্রী ট্রেনে উঠতে পারবেন না।