নতুন দিল্লি, ৮ সেপ্টেম্বর: প্রতিদিন হু হু করে বাড়ছে সংক্রমণ। মঙ্গলবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা (COVID-19 Cases In India) ৪৩ লাখ ছুঁই ছুঁই। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী সোমবার সারাদিনে ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৮০৯ জন। ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১ হাজার ১৩৩ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত ৪২ লাখ ৮০ হাজার ৪২৩ জন। এর মধ্যে সংক্রামিত ৮ লাখ ৮৩ হাজার ৬৯৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৩ লাখ ২৩ হাজার ৯৫১ জন। দেশে করোনার বলি এখন ৭২ হাজার ৭৭৫ জন। ভারতে করোনায় সুস্থতার হার এখন ৭৭.৩২ শতাংশেই দাঁড়িয়ে। মৃত্যুর হার নেমে ১.৭২ শতাংশে এসেছে।
গত দুদিনে প্রায় ২ লাখ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এরফলে বিশ্বের দ্বিতীয় করোনা বিধ্বস্ত দেশ ব্রাজিলকে পিছনে ফেলে এখন সামনে ভারত। শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৯ লাখ ২৩ হাজার ৬৪১ জন করোনা আক্রান্তকে নিয়ে দেশের সবথেকে খারাপ অবস্থায় থাকা রাজ্য এখন মহারাষ্ট্র। যেখানে করোনার বলি এখনও পর্যন্ত ২৭ হাজার ২৭ জন। গতকাল সারাদিনে সেখানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪২৯ জন। শুধু সোমবারেই করোনার বলি ৪২৩ জন। শুধু মুম্বইতেই মৃত ১৩ হাজার ৩৯৯ জন। দেশের বাণিজ্যনগরীতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ১০০। পুনেতে করোনার বলি ৫ হাজার ৭৫৭ জন। মোট আক্রান্ত ২ লাখ ৪৫ হাজার ৮০৪ জন। আরও পড়ুন-PUBG Mobile Addiction: PUBG কেনার মোহ, দাদুর পেনশন অ্যাকাউন্ট থেকে আড়াই লাখ টাকা তুলে নিল কিশোর
বিশ্বের দ্বিতীয় করোনা বিধ্বস্ত দেশ ভারত
Single-day spike of 75,809 new #COVID19 cases & 1,133 deaths reported in India, in the last 24 hours.
The total case tally stands at 42,80,423 including 8,83,697 active cases, 33,23,951 cured/discharged/migrated & 72,775 deaths: Ministry of Health pic.twitter.com/3H9bu3Ygis
— ANI (@ANI) September 8, 2020
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৭.২ মিলিয়ন ছাড়িয়েছে। ৮ সেপ্টেম্বরের জন হপকিন্স ইউনিভার্সিটি রিপোর্ট অনুসারে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ২ কোটি ৭০ লাখ ২ হাজার ২২৪। মৃত্যু মিছিলে শামিল ৮ লাখ ৮২ হাজার ৫৩ জন।