নতুন দিল্লি, ২৭ সেপ্টেম্বর: ফের কমল দৈনিক সংক্রমণ৷ রবিবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন (Coronavirus Cases In India) ২৬ হাজার ৪১ জন৷ করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে ফিরেছেন ২৯ হাজার ৬২১ জন৷ একদিনে দেশে কোভিডের বলি ২৭৬ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ৭৮৬ জন৷ করোনাকে জয় করেছেন ৩ কোটি ২৯ লাখ ৩১ হাজার ৯৭২ জন৷ এখনও পর্যন্ত কোভিডের মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৪৭ হাজার ১৯৪ জন৷ এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৬২০ জন৷ আরও পড়ুন- Bharat Bandh Today: কেন্দ্রের ৩ কৃষি আইনের বর্ষপূর্তিতে আজ ভারত বনধ
কোভিডের দৈনিক পরিসংখ্যান
India reports 26,041 new #COVID19 cases, 29,621 recoveries, and 276 deaths in the last 24 hrs as per Union Health Ministry
Total cases 3,36,78,786
Total recoveries 3,29,31,972
Death toll 4,47,194
Active cases 2,99,620
Total vaccination: 86,01,59,011 (38,18,362 in last 24 hrs) pic.twitter.com/4591q0Xehp
— ANI (@ANI) September 27, 2021
উল্লেখ্য, তৃতীয় ঢেউয়ের হাতছানির মাজে এটাই সবথেকে ইতিবাচক খবর যে, কমল অ্যাক্টিভ রোগী৷ দীর্ঘদিন চার লাখে স্থির থাকার পর দেশের সংক্রামিতর সংখ্যা নামল তিন লাখের নিচে৷ কোভিডের প্রতিষেধক যে কাজ শুরু করেছে তা তৃতীয় ঢেউয়ের সময়কালে ভালভাবে উপলব্ধি করা যাচ্ছে৷ এখনও পর্যন্তে দেশের ৮৬ কোটি ১ লাখ ৫৯ হাজার ১১ জন বাসিন্দা কোভিডের টিকা পেয়েছেন৷ শুধুমাত্র গতকাল ২৬ সেপ্টেম্বর রবিবার টিকাকরণের আওতায় এসেছেন ৩৮ লাখ ১৮ হাজার ৩৬২ জন৷ যেকোনও উপায়ে চলতি বছরের মধ্যে ভারতের সিংহভাগ বাসিন্দাকে ভ্যাক্সিনেটেড করতে বদ্ধপরিকর কেন্দ্রের মোদি সরকারষ টিকাপ্রাপ্তের পরিসংখ্যান দেখলে বেশ বোঝা যায়, সেদিকের অগ্রগতি৷