নতুন দিল্লি, ২৭ সেপ্টেম্বর: বাণিজ্যিক প্রতিষ্ঠানের বাড়বাড়ন্ত, শিল্পায়ন কৃষিক্ষেত্রকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে৷ কেন্দ্রের তিন কৃষি বিরোধী আইন প্রণয়নের বর্ষপূর্তিতে ভারত বনধের ডাক দিয়েছে (Bharat Bandh Today) সংযুক্ত কৃষক মোর্চা (SKM)৷ আজ সোমবার সকাল ছটা থেকে বিকেল চারটে পর্যন্ত ভারত বনধ চলবে৷ বনধ চলাকালীন দেশজুড়ে বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সংস্থা, দোকানপাট, কলকারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সমস্ত রকম অনুষ্ঠান৷ এই বার্তা দিয়েছে সংযুক্ত কৃষক মোর্চা৷ তবে বনধের আওতার বাইরে রয়েছে সমস্ত জরুরি ও প্রয়োজনীয় পরিষেবা৷ এই তালিকায় পড়ছে হাসপাতাল, মেডিক্যাল স্টোর, ত্রাণ ও উদ্ধার কাজ৷ এবং সাধারণের ব্যক্তিগত জরুরি প্রয়োজনীয়তা৷ আরও পড়ুন-IPL 2021, CSK vs KKR: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে ২ উইকেটে হারাল ধোনির চেন্নাই সুপার কিংস
আজকের বনধ স্বেচ্ছাকৃত ও শান্তিপূর্ণভাবে পালিত হবে৷ এনিয়ে আশ্বাস দিয়েছে সংযুক্ত কৃষক মোর্চা৷ গতকাল এনিয়ে এক সরকারি বিবৃতিতে সংযুক্ত কৃষক মোর্চা জানিয়ছে, “গত বছর ২৭ সেপ্টেম্বরে কৃষি বিরোধী তিন বিলকে আইনের মান্যতা দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ আগামী কাল সকাল ছটা থেকে বিকেল চারটে পর্যন্ত সম্পূর্ণ রূপে ভারত বনধ পালিত হবে৷” বনধ চলাকালীন কি কি করতে পারবেন, পারবেন না, তার সম্পূর্ণ গাইডলাইন প্রকাশ করেছে সংযুক্ত কৃষক মোর্চা৷ শান্তিপূর্ণভাবে বনধ পালনের পাশাপাশি দেশবাসীকে বনধে যোগ দেওয়ার আবেদন জানিয়েছে সংযুক্ত কৃষক মোর্চা৷
সংবাদ সংস্থা এএনআই-কে সংযুক্ত কৃষক মোর্চার নেতা রাকেশ টিকায়িত বলেন, “রাস্তা বনধ থাকবে৷ তবে কেউ চিকিৎসকের কাছে যেতে চাইলে যেতে পারবেন৷ অ্যাম্বুল্যান্স, সব্জি ও দুধের গাড়ি স্বাভাবিক নিয়মেই চলবে৷ এছাড়া বাকি সবকিছুই থাকবে বন্ধ৷ সমস্ত ব্যবসায়ী ও দোকানিদের এই বনধকে সমর্থন করা উচিত৷ বনধের সময় দিল্লির ভিতরে আমরা যাব না৷ তবে টোলপ্লাজা গুলি বন্ধ থাকবে৷ এখানে সাধারণ মানুষ চলা ফেরা করে৷ তারা আজকের জন্য ছুটি নিতে পারে৷ শুধুমাত্র বিকেল চারটের পরেই বাড়ি থেকে বের হবে৷”