আইপিএলে (IPL 2021) কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders ) ২ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্রথমে ব্যাট করে কেকেআর ১৭১ রান তোলে। জবাবে শেষ বলে ম্যাচ জেতে সিএসকে। রবিবার টসে জিতে ব্যাটিং নেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গান। প্রথম ওভারেই রান আউট হয়ে যান শুভমন গিল। তাতে তাপে পড়ে যায় কেকআর। শুভমনকে রান আউট করে দেন অম্বাতি রায়ডু। তবে চাপ কাটিয়ে ঝড় তোলেন ভেঙ্কটেশ আইআর এবং রাহুল ত্রিপাঠি। পাঁচ ওভারেই ৫০ রান তুলে ফেলেন তাঁরা। ব্যক্তিগত ১৮ রানের মাথায় শার্দূলের বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ভেঙ্কটেশ।

থিতু হওয়ার আগেই দশম ওভারের প্রথম বলেই ফিরে যান ক্যাপ্টেন মর্গান। মর্গান ফিরতে হাল ধরেন রাহুল। তিনি দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে নিজের ৪৫ রানের মাথায় জাদেজার বলে বোল্ড হয়ে যান। উইকেটে এসেই চালিয়ে খেলতে শুরু করেন আন্দ্রে রাসেল। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। শার্দূলের বলে বোল্ডহন ২০ রানের মাথায়।

এরপর মাঠে নামেন দীনেশ কার্তিক। তাঁর ও নীতীশের সৌজন্যে দেড়শোর গন্ডি পেরোয় কলকাতা। শেষ ওভারে ফেরেন কার্তিক। ২৬ রান করেন তিনি। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৭১ তোলে কেকেআর। আরও পড়ুন: Indian Women Cricket Team: অজি মহিলাদের অশ্বমেধের ঘোড়া থামল ভারত, উত্তেজক ম্যাচে জিতলেন মিতালী-ঝুলনরা

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন চেন্নাইয়ের ওপেনাররা। ফাফ দু’প্লেসি এবং রুতুরাজ গায়কোয়াড় দুরন্ত শুরু করেন। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই চেন্নাইয়ের রান ৫০ পেরিয়ে যায়। ৭৪ রানের মাথায় রাসেলের বলে মর্গানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রুতুরাজ। তিনি ৪০ রান করেন। প্রসিধ কৃষ্ণের বলে মারমুখী হয়ে ওঠা দু’প্লেসিকে দুরন্ত ক্যাচ নিয়ে ফেরালেন লকি ফার্গুসন। দু’প্লেসি ৪৩ রান করেন। নারাইনের দুর্দান্ত বলে বোল্ড রায়ডু। ১১৯ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় চেন্নাই। ব্যক্তিগত ১০ রানের মাথায় সুনীল নারাইনের বলে বোল্ড হয়ে যান আম্বাতি।

খানিক পরই ব্যক্তিগত ৩২ রানের মাথায় মারতে গিয়ে সীমানার ধারে ধরা পড়েন মইন আলি। এরপর ১১ রানের মাথায় রান আউট হয়ে যান সুরেশ রায়না। একই ওভারে মহন্দ্র সিং ধোনিকে বোল্ড করে দেন বরুণ চক্রবর্তী। মাত্র ১ রান করেন ক্যাপ্টেন কুল। যদিও ১৯ তম ওভারে ম্যাচ প্রায় নিজেদের পকেটে পুরে নেয় সিএসকে। ১৯তম ওভারে ২২ রান দেন প্রসিধ। শেষ ওভারে সিএসকে-র ৪ রান দরকার ছিল। শেষ ওভারের প্রথম বলেই স্যাম কুরানকে আউট করে দেন নারাইন। তাঁরই ৫ নম্বর বলে এলবিবব্লু হয়ে যান জাদেজা।