নতুন দিল্লি, ৩১ জানুয়ারি: হু হু করে কমছে দৈনিক সংক্রমণ। রবিবার সারাদিনে দেশে নতুন করে করোনার কবলে (Coronavirus Cases In India) পড়লেন ২ লাখ ৯ হাজার ৯১৮ জন। একই দিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরলেন ২ লাখ ৬২ হাজার ৬২৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৯৫৯ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে অ্য়াক্টিভ রোগীর সংখ্যা ১৮ লাখ ৩১ হাজার ২৬৮। পজিটিভিটি রেট ১৫.৭৭ শতাংশ। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ১৬৬ কোটি ৩ লাখ ৯৬ হাজার ২২৭ জন। আরও পড়ুন-Beijing: অপরিচিত চিনা প্রোফাইল থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে বন্ধুত্বের রিকোয়েস্ট; কী কাণ্ড!
করোনার দৈনিক পরিসংখ্যান
India reports 2,09,918 new #COVID19 cases, 959 deaths and 2,62,628 recoveries in the last 24 hours
Active case: 18,31,268 (4.43%)
Daily positivity rate: 15.77%
Total Vaccination : 1,66,03,96,227 pic.twitter.com/ZTN2OJXQbE
— ANI (@ANI) January 31, 2022
এদিকে গীতশ্রী সন্ধ্যা মুকোপাধ্যায় যখন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। তার দুদিন পরেই দীর্ঘ চিকিৎসা শেষে কোভিড মুক্ত হলেন বর্ষীয়ান সংগীত শিল্পী লতা মঙ্গেশকর। গত ডিসেম্বরে কোভিডের কবলে পড়ে তিনি হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার উন্নতি ধীরে ধীরে ঘটছে। মারণ রোগকে দূরিভূত করতে পেরেছেন তিনি। এখন শুধু দ্রুত সেরে ওঠার অপেক্ষা।