নতুন দিল্লি, ৪ অক্টোবর: পুজোর আগেভাগে দেশের দৈনিক করোনা সংক্রমণের পরিসংখ্যান (Coronavirus Cases In India) নিম্নমুখী৷ রবিবার সারাদিনে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ২০ হাজার ৭৯৯ জন৷ গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ২৬ হাজার ৭১৮ জন৷ এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ রোগী ২ লাখ ৬৪ হাজার ৪৫৮ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী রবিবার দিনভর ভারতে করোনার বলি ১৮০৷ আরও পড়ুন-Lakhimpur Kheri Violence: লখিমপুর খেরিতে যাওয়ার পথে গ্রেপ্তার, যোগী সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা
দৈনিক করোনা সংক্রমণ
India reports 20,799 new COVID cases, 26,718 recoveries, and 180 deaths in the last 24 hours
Active cases: 2,64,458
Total recoveries: 3,31,21,247
Death toll: 4,48,997
Total vaccination: 90,79,32,861 pic.twitter.com/DCfS2tCYlB
— ANI (@ANI) October 4, 2021
এখনও পর্যন্ত দেশে মারণ রোগের কবল থেকে বেরিয়ে এসেছেন ৩ কোটি ৩১ লাখ ২১ হাজার ২৪৭ জন৷ কোভিডের মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৪৮ হাজার ৯৯৭ জন৷ এখনও পর্যন্ত টিকাকরণের আওতায় এসেছেন ৯০ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৮৬১ জন৷ সামনেই দুর্গাপুজো, নবরাত্রি-সহ একের পর এক উৎসবের মরশুম৷ তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে সতর্ক স্বাস্থ্য মন্ত্রক৷ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জারি হয়েছে কোভিড নিয়মাবলী৷ কলকাতা হাইকোর্ট পুজো মণ্ডপে জনতার প্রবেশ নিষিদ্ধ করেছে৷ কোভিড পরিস্থিতি যখন ভাল হচ্ছে তখন কোনওভাবেই যেন সংক্রমণের হার না বাড়ে, সেদিকেই লক্ষ্য কেন্দ্র ও প্রতিটি রাজ্য প্রশাসনের৷