Coronavirus Cases In India: ১০০ কোটি থেকে সামান্য দূরে টিকাকরণ পরিসংখ্যান, দেশে নিম্নমুখী করোনা সংক্রমণ
Covid-19 Cases In India (File Photo)

নতুন দিল্লি, ৪ অক্টোবর: পুজোর আগেভাগে দেশের দৈনিক করোনা সংক্রমণের পরিসংখ্যান (Coronavirus Cases In India) নিম্নমুখী৷ রবিবার সারাদিনে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ২০ হাজার ৭৯৯ জন৷ গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ২৬ হাজার ৭১৮ জন৷ এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ রোগী ২ লাখ ৬৪ হাজার ৪৫৮ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী রবিবার দিনভর ভারতে করোনার বলি ১৮০৷  আরও পড়ুন-Lakhimpur Kheri Violence: লখিমপুর খেরিতে যাওয়ার পথে গ্রেপ্তার, যোগী সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা

দৈনিক করোনা সংক্রমণ

এখনও পর্যন্ত দেশে মারণ রোগের কবল থেকে বেরিয়ে এসেছেন ৩ কোটি ৩১ লাখ ২১ হাজার ২৪৭ জন৷ কোভিডের মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৪৮ হাজার ৯৯৭ জন৷ এখনও পর্যন্ত টিকাকরণের আওতায় এসেছেন ৯০ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৮৬১ জন৷ সামনেই দুর্গাপুজো, নবরাত্রি-সহ একের পর এক উৎসবের মরশুম৷ তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে সতর্ক স্বাস্থ্য মন্ত্রক৷ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জারি হয়েছে কোভিড নিয়মাবলী৷ কলকাতা হাইকোর্ট পুজো মণ্ডপে জনতার প্রবেশ নিষিদ্ধ করেছে৷ কোভিড পরিস্থিতি যখন ভাল হচ্ছে তখন কোনওভাবেই যেন সংক্রমণের হার না বাড়ে, সেদিকেই লক্ষ্য কেন্দ্র ও প্রতিটি রাজ্য প্রশাসনের৷