Priyanka Gandhi Vadra (Photo Credits: @editorji)

নতুন দিল্লি, ৪ অক্টোবর: উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) যাওয়ার পথে গ্রেপ্তার হলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)৷ গতকালকের দুর্ঘটনার পর এদিন মৃত ও আহতদের পরিজনদের সঙ্গে দেখা করার জন্য রওনা দিয়েছিলেন প্রিয়ঙ্কা গান্ধী পথেই হরগাঁওয়ের কাছে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে৷ এই অভিযোগ এনেছেন যুব কংগ্রেসের জাতীয় সভাপতি শ্রীনিবাস বিভি৷ লখিমপুর খেরিতে যাওয়ার জন্য গতকাল সন্ধ্যায় লখনউ বিমানবন্দরে পৌঁছান কংগ্রেস নেত্রী৷ এরপর থেকে বহুবার পুলিশ তাঁর পথ রোধ করেছে৷

এক টুইট বার্তায় শ্রীনিবাস জানিয়েছেন, “বিজেপির কাছ থেকে যা আশা করা গিয়েছিল, অবশেষ তাই ঘটল৷ মহাত্মা গান্ধীর গণতান্ত্রিক দেশ গডসের পুজারীরা আমাদের নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করেছে৷ হরগাঁওয়ের অন্নদাতাদের সঙ্গে দেখা করার জন্য যিনি একধারে বৃষ্টি ও পুলিশ বাহিনীর সঙ্গে লড়েছেন৷ এটা সবে যুদ্ধের কৃষক ঐক্য জিন্দাবাদ৷” বার বার পুলিশ বিরোধিতার মুখে পড়ে যোগী সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন প্রিয়ঙ্কা গান্ধী৷ তিনি বলেছেন, “দুর্ঘটনায় আহত ও মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে চেয়ে আমি কোনও অপরাধ করিনি৷ কেন আমাদের পথ রোধ করছেন? আপনাদের কাছে ওয়ারেন্ট আছে?” আরও পড়ুন- Uttar Pradesh: কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির চাকায় পিষ্ট ৪ কৃষক-সহ ৮ জন, উত্তাল যোগীর রাজ্য

প্রিয়ঙ্কা গান্ধীর পথ আটকাল পুলিশ

উল্লেখ্য, রবিবার লখিমপুর খেরির (Lakhimpur Kheri Violence) ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে৷ লখিমপুর খেরির অতিরিক্ত পুলিশ সুপার অরুণ কুমার সিং বলেছেন, মৃত আটজনের মধ্যে চারজন কৃষক৷ এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলের গাড়ির ধাক্কায় আন্দোলনকারী কৃষকেদের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত যোগীরাজ্য। ছেলে আশীষ মিশ্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেন কেন্দ্রীয় মন্ত্রী।