নতুন দিল্লি, ২৮ সেপ্টেম্বর: করোনা পরিসংখ্যানের নিম্নমুখীতায় আশার আলো৷ অনেক দিন পরে ২০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ৷ গতকাল সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন (Coronavirus Cases In India) ১৮ হাজার ৭৯৫ জন৷ সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৬ হাজার ৩০ জন৷ দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ২০০-র নিচে৷ গতকাল করোনার বলি ১৭৯ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৫৮১৷ এতদিনে করোনাকে জয় করেছেন ৩ কোটি ২৯ লাখ ৫৮ হাজার ২ জন৷ আরও পড়ুন-Petrol & Diesel Prices Hiked: কলকাতায় পুজোর আগে সেঞ্চুরি ছাড়াল পেট্রোল, দূর্মূল্য ডিজেল
২০১ দিন পর সর্বনিম্ন করোনা রোগী
India reports 18,795 new #COVID19 cases, 26,030 recoveries, and 179 deaths in the last 24 hrs as per Union Health Ministry
Total cases 3,36,97,581
Total recoveries 32,9,58,002
Death toll 4,47,373
Active cases 2,92,206
Total vaccination: 87,07,08,636 (1,02,22,525 in last 24 hrs) pic.twitter.com/zF2fPXn7ra
— ANI (@ANI) September 28, 2021
India reports 18,795 new #COVID19 cases, 26,030 recoveries, and 179 deaths in the last 24 hrs as per Union Health Ministry
Total cases 3,36,97,581
Total recoveries 32,9,58,002
Death toll 4,47,373
Active cases 2,92,206
Total vaccination: 87,07,08,636 (1,02,22,525 in last 24 hrs) pic.twitter.com/zF2fPXn7ra
— ANI (@ANI) September 28, 2021
এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২০৬ জন৷ দেশে করোনার মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৪৭ হাজার ৩৭৩ জন৷ এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৮৭ কোটি ৭ লাখ ৮ হাজার ৬৩৬ জন৷ শুধু গতকাল ২৭ সেপ্টেম্বর টিকাকরণের আওতায় এসেছেন ১২ লাখ ২২ হাজার ৫২৫ জন৷ এদিকে ২০১ দিন পরে দেশে ২০ হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ৷ যে পরিসংখ্যান করোনাকে জয় করার ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে৷