কলকাতা, ২৮ সেপ্টেম্বর: জিডিপির গ্রোথ যাই হোক না কেন দেশে দূর্মূল্যের জায়গা ধরে রাখল জ্বালানি তেল৷ এমনিতেই আনলকের সময় থেকে গণহারে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol & Diesel Prices Hike)৷ দিনে দিনে তা দেশবাসীর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে৷ বিক্ষোভ, আন্দোলন, সংসদে প্রশ্ন, তুমল বিতর্কের চাপেও জ্বালানি তেলের মূল্য ঊর্ধ্বমুখী৷ পুজোর আগে চিন্তায় যেন ঘি পড়ল, ফের বেড়েছে পেট্রোল ডিজেলের দাম৷ আজ মঙ্গলবার কলকাতায় (Kolkata) পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি মূল্য বেড়েছে আরও ২৫ পয়সা৷ সবমিলিয়ে এদিন পেট্রোল কিনতে গেলে ১ লিটারের জন্য গ্রাহককে গুনতে হবে ১০১ টাকা ৮৭ পয়সা৷ একইভাবে লিটার প্রতি ডিজেল কিনতে হবে ৯২ টাকা ৬৭ পয়সায়৷
দেশের মেট্রো শহরে পেট্রোল ডিজেলের মূল্য
Depression lay centered over Telangana and adjoining areas of Marathwada & Vidarbha to weaken into a well-marked low pressure area during next six hours: India Meteorological Department (IMD) pic.twitter.com/rV1Lpz2xIN
— ANI (@ANI) September 28, 2021
অন্যদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল অর্থাৎ ব্রেন্ট ক্রুড অয়েলের ব্যারেল প্রতি দাম ৮০ ডলার প্রায়৷ এমনিতেই করোনার উপর্যুপরি আঘাতে দিশেহারা রাজ্যবাসী৷ রোজগার পাতি বন্ধ হয়েছে অনেকেরই৷ চাকরি টিকিয়ে রাখতে কম বেতনেও মানিয়ে নিতে হচ্ছে৷ তাই পুজোর মুখে ফের জ্বালানি তেলের দাম বাড়ায় মধ্যবিত্তের মাথায় হাত৷ তবে শুধু কলকাতা নয়, দেশের অন্যান্য মেট্রো শহরেও পেট্রোল ডিজেলের দাম শুনলে ছ্যাঁকা খেতে পারেন৷ মুম্বইতে (Mumbai) আজ লিটার প্রতি পেট্রোল বিকোচ্ছে ১০৭ টাকা ৪৭ পয়সায়৷ আর ডিজেলের দাম ৯৭ টাকা ২১ পয়সা৷ সবমিলিয়ে বাণিজ্য নগরীতে জ্বালানি তেলের লিটার প্রতি মূল্য বেড়েছে ২৪-২৭ পয়সা৷ রাজধানীতে (National Capital) এক লিটার পেট্রোল কিনতে গেলে দিতে হচ্ছে ১০১ টাকা ৩৯ পয়সা৷ ডিজেলের মূল্য লিটারে ৮৯ টাকা ৫৭ পয়সা৷ আরও পড়ুন-West Bengal Weather Update: গুলাবের চোখ রাঙানির মাঝে ঘূর্ণাবর্ত, ঝেঁপে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে
চেন্নাইতে মঙ্গলবার ৯৯ টাকা ১৫ পয়সায় মিলছে এক লিটার পেট্রোল৷ আর ডিজেলের মূল্য ৯৪ টাকা ১৭ পয়সা৷ ভোপালে ১০৯ টাকা ৮৫ পয়সা খরচ করলে পাবেন এক লিটার পেট্রোল৷ ডিজেলের ক্ষেত্রে আপনাকে লিটার প্রতি দিতে হবে ৯৮ টাকা ৪৫ পয়সা৷