CoronaVirus Spreads In India (Photo Credit: Twitter/ANI)

নতুন দিল্লি, ১৯ জুন: কোভিডে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও উদ্বেগ কাটছে না। দেশে দৈনিক করোনা সংক্রমণ ১৩ হাজারের কাছেই থাকল। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ১২ হাজার ৮৯৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যেখানে শনিবার প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে দৈনিক সংক্রমণ ছিল ১৩ হাজার ২১৬ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি করোনায় দৈনিক মৃত্যুও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ জন মারা গিয়েছেন। যেখানে শনিবার প্রকাশিত হিসেবে দেখা যাচ্ছে একদিনে দেশে করোনায় ২৩ জন মারা গিয়েছিলেন। সরকারী হিসেব অনুযায়ী দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ৮৫৫ জন।

দেশে সংক্রমণের হার এখন ২.৭৩%। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ৪৭৪ জন। তবে করোনায় সুস্থতার হার বেড়ে ৯৮.৬২ শতাংশ হয়েছে। ভাল খবর হল দেশে করোনা টিকাকরণ বেশ ভাল গতিতেই এগোচ্ছে। দেশে ১৯৬ কোটি ১৪ লক্ষ ৮৮ হাজার ৮০৭টি ডোজ দেওয়া হয়ে গিয়েছে।  আরও পড়ুন-দিল্লিতে প্রগতি ময়দান ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেখুন টুইট

দেশে কোভিড বৃদ্ধির পিছনে বড় ভূমিকা দুই রাজ্য-দিল্লি ও মহারাষ্ট্রের। দিল্লিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। দেশের রাজধানী শহরে এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে, বেশ কয়েকদিন ধরেই বেশ উর্ধ্বমুখি মহারাষ্ট্রের করোনা গ্রাফ। মহারাষ্ট্রে তিনদিন পর গতকাল করোনায় দৈনিক আক্রন্তের সংখ্যা কিছুটা কমলেও উদ্ভব ঠাকরের রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।