নতুন দিল্লি, ১২ নভেম্বর: কোভ্যাক্সিন যখন করোনাকে প্রতিহত করার কাজে আরও একধাপ এগিয়ে গেল তখনও কিন্তু দৈনিক সংক্রমণ দেশে ১০ হাজারের উপরেই। বৃহস্পতিবার সারাদিনে নতুন করে করোনায় আক্রান্ত হলেন, ১২ হাজার ৫১৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৫১০ জন। এই মুহূর্তে অ্য়াক্টিভ কেস ১ লাখ ৩৭ হাজার ৪১৬টি। ২৬৭ দিনে সর্বনিম্ন সংক্রামিত। করোনা ভয়াবহতা কমেও কমছে না দেশে। এর মধ্যেই সুখবর। তৃতীয় ক্লিনিকাল ট্রায়ালে কোভিডের (Covid-19) বিরুদ্ধে ৭৭.৮ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন (Covaxin)। ল্যানসেট পিয়ার-রিভিউ ( Lancet peer-review) ভারত বায়োটেকের তৈরি এই টিকার কার্যকারিতা বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে। আরও পড়ন-Winter In West Bengal: নিম্নচাপের গেরোয় আটকে শীত, সপ্তাহান্তে বঙ্গে বৃষ্টি
করোনার দৈনিক সংক্রমণ
COVID-19 | India reports 12,516 new cases and 501 deaths in the last 24 hours; Active caseload stands at 1,37,416 ( lowest in 267 days): Ministry of Health and Family Welfare pic.twitter.com/i3Obejuvnr
— ANI (@ANI) November 12, 2021
কয়েকদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র ছাড়পত্র পেয়েছে কোভ্যাক্সিন। ভারত বায়োটেকের তৈরি এই ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ। দ্য ল্যানসেট একটি বিবৃতিতে জানিয়েছে, ভারতে ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের মে মাসের মধ্যে কোভ্যাক্সিনের ট্রায়ালে ২৪ হাজার ৪১৯ জন অংশ নিয়েছিলেন। এই ট্রায়ালের সময় কোনও গুরুতর-টিকা-সম্পর্কিত মৃত্যু বা পার্শ্বপ্রতিক্রিয়া রেকর্ড করা হয়নি। ভারত বায়োটেকের পক্ষ থেকে অবশ্য আগেই বলা হয়েছিল, তাদের তৈরি কোভ্যাক্সিনের কার্যকারিতা প্রায় ৭৭ শতাংশ। পাশাপাশি তা করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও কার্যকর।