Winter In West Bengal: নিম্নচাপের গেরোয় আটকে শীত, সপ্তাহান্তে বঙ্গে বৃষ্টি
Kolkata Rain।(Photo Credits: Wikimedia)

কলকাতা, ১২ নভেম্বর:  বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আচমকাই উধাও নভেম্বরের সকালের হালকা ঠাণ্ডা। শীতের আমেজ পেতে না পেতেই ফের ঘেমো গরমের আবির্ভাবে বেজায় বিরক্ত বঙ্গবাসী। দিনদুয়েক আগে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্র ভোরবেলা ও সন্ধের পর থেকে ঠাণ্ডার আমেজ অনুভূত হচ্ছিল। তবে এখন সেসবের চিহ্নমাত্র নেই।  শুক্রবার সকাল থেকে আবার আকাশের মুখভার। দেখে মনে হচ্ছে যখন তখন নামবে বৃষ্টি।  আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, নভেম্বরের প্রথম সপ্তাহে যে শীতের আভাস দেখা গিয়েছিল, এখন সে উধাও এমনকী, সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জেরে বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। আরও পড়ুন-Hassan Ali Abused By Online Trolls: টি-টোয়েন্টির সেমিফাইনালে ম্যাথু ওয়েডের ক্যাচ ফেলে ইনস্টাগ্রামে ট্রোলড হাসান আলি, নেটদুনিয়ায় কুকথার ঝড়

এছাড়া হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  তবে আকাশে  মেঘের ঘনঘটা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতায়। এদিকে উত্তরবঙ্গে তাপমাত্রা বেশ বেড়েছে। সপ্তাহ জুড়ে গরমে থাকবে ভালোই। উইকএন্ডে সেখানেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গোটা রাজ্যেই এই হঠাৎ আবির্ভূত হওয়া গরমের চিত্রটা বদলে যেতে পারে আগামী সপ্তাহে। তখন ফের ফিরবে শীতের আমেজ। মধ্য আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে এতকিছু। সেসব কেটে গেলেই উত্তুরে  হাওয়ার দাপাদাপি শুরু হবে।