Coronavirus Cases In India: ১০ হাজারে দৈনিক সংক্রমণ, করোনাকে বাই বাই করতে শুরু প্রস্তুতি
Coronavirus (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২ নভেম্বর:  ধনতেরাসে সুখবর। হু হু করে নামছে দেশের করোনা গ্রাফ। সোমবার সারাদিনে নতুন করে আক্রান্ত হলেন ১০ হাজার ৪২৩ জন। এদিন করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন ১৫ হাজার ২১ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে মারণ রোগের বলি ৪৪৩ জন। এখনও পর্যন্ত করোনাকে জয় করেছেন ৩ কোটি ৪২ লাখ ৯৬ হাজার ২৩৭ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ১ লাখ ৫৩ হাজার ৭৭৬টি। ২৫০ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস।  এখনও পর্যন্ত মারণ রোগকে জয় করেছেন ৩ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫৮১ জন।সবমিলিয়ে করোনার মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৫৮ হাজার ৮৮০জন। আরও পড়ুন- Dhanteras 2021 Wishes: ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা স্মৃতি ইরানি, নীতিন গডকরি ও প্রকাশ জাভড়েকরের

এখনও পর্যন্ত করোনার টিকাকরণ ১০০ কোটির উপরে ছাড়িয়েছে। টিকা ইতিমধ্যেই পেয়েছেন ১,০৬,৮৫,৭১,৮৭৯। প্রতিদিন নামছে কোভিড আক্রান্তের সংখ্যা, আশায় বুক বাঁধছে দেশবাসী।

করোনার দৈনিক পরিসংখ্যান

অন্যদিকে রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (Coronavirus ) নয়া আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭২৫ জন। গত একদিনে বাংলায় কোভিডে মৃত্যু ৮ জন। করোনায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৬৭ জন। সুস্থতার হার ৯৮.২৯%। মৃত্যুর হার ১.২০%। রাজ্যে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন ৮,১৪৬ জন।