নতুন দিল্লি, ২৮ মে: বৃহস্পতিবারে দেখা গেল গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases) হয়েছেন ৬ হাজার ৫৬৬। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১ লক্ষ ৫৮ হাজার ৩৩৩। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৬ হাজার ১১০ জন। অন্যদিকে ৬৭ হাজার ৬৯১ জন সুস্থ হয়ে উঠেছেন। একজন বিদেশি রোগীকে স্থানান্তর করা হয়েছে। বুধবার সকাল থেকে এখন পর্যন্ত ভারতে করোনায় মৃতের সংখ্যা ১৯৪। সবমিলিয়ে দেশে কোভিডের মৃত্যুমিছিলে শামিল ৪ হাজার ৫৩১ জন। শে, কয়েকদিন ভারতে কোভিডকে জয় করে সুস্থ হওয়ার হার অনেকটাই বেড়েছে। এখনও পর্যন্ত ৪৫ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছেন।
স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুসারে, দেশের আক্রান্তদের মধ্যে ৭০ শতাংশ রোগী অন্য কোনও দুটি কঠিন রোগে ভুগছেন। যার জেরেই তাঁরা মহামারীতে আক্রান্ত হয়েছেন। একইভাবে মৃতের হারও ৩ শতাংশ কমেছে। দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৯৪৮। সেই রাজ্যে কোভিডে ইতিমধ্যেই ১,৮৯৭ প্রাণ গিয়েছে। দেশের মধ্যে ২০ শতাংশ করোনা রোগী রয়েচেন মুম্বইতেই। যেখানে ৩৩ হাজার ৮৩৫ জন মারণ রোগে আক্রান্ত। শহরে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। দেশের মধ্যে করোনাত্রস্ত রাজ্য় হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে মোট করোনা আক্রান্ত ১৮ হাজার ৫৪৫ জন। যেকানে ১৩৩ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। ১০ হাজার আক্রানেত চাড়িয়ে য়াওয়া রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে দিল্লি। সেখানে মোট আক্রান্ত ১৫ হাজার ২৫৭ জন। গুজরাটে ১৫ হাজার ১৯৫ জন। আরও পড়ুন-West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা, বৃহস্পতিবার দিনভর বৃষ্টিমুখর বাংলা
অন্যদিকে সুস্থ হওয়ার তালিকার শীর্ষে রয়েছে পাঞ্জাব। সেখানে মোট আক্রান্ত ২ হাজার ১৩৯ জন। তারমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯১৮ জন রোগী। সবমিলিয়ে পাঞ্জাবে সুস্থতার হার ৮০ শতাংশ। বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৫.৭ মিলিয়ন ছাড়িয়েছে। সবথেকে খারাপ অবস্থান আমেরিকা। সেখানে মোট করোনা আক্রান্ত ১.৭ মিলিয়ন। মৃতের সংখ্যা লক্ষাধিক। দ্বিতীয় করোনাত্রস্ত দেশ ব্রাজিল। সেখানে মোট আক্রান্ত ৪ লক্ষ বাসিন্দা।