মুম্বই, ৩০ জুন: বিশ্বকাপে ভারত, পাক ম্যাচ কেন গুজরাটের আহমেদাবাদে হবে, তা নিয়ে প্রশ্ন তুললেন এমএনএসের নেতা সন্দীপ দেশপান্ডে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা সন্দীপ দেশপান্ডে বলেন, যারা আমাদের সেনা জওয়ানদের মারছে, সেই দেশের সঙ্গে কীভাবে কোনও খেলা হতে পারে? ভারতে জঙ্গি হামলার পিছনে পাকিস্তানের হাত রয়েছে, তা সব সময় প্রমাণিত। তাহলে সেই দেশের সঙ্গে কীভাবে কোনও খেলা হতে পারে বলে প্রশ্ন তোলেন রাজ ঠাকরের দলের নেতা। এটা কোনও রাজনীতির বিষয় নয়। এক্ষেত্রে দেশের স্বার্থ জড়িয়ে বলে মন্তব্য করেন সন্দীপ দেশপান্ডে।
এমএনএস নেতা আরও বলেন, ভারত-পাকিস্তান ম্যাচের সময় সে দেশের মানুষ পতাকা হাতে নিয়ে এ দেশে আসবেন। পাকিস্তানের পতাকা এ দেশে আসবে, তা কীভাবে সহ্য করা যায় বলে প্রশ্ন তোলেন সন্দীপ দেশপান্ডে। বিষয়টির সঙ্গে গোটা দেশের প্রসঙ্গ জড়িয়ে বলেও মন্তব্য করতে শোনা যায় এমএনএস নেতাকে।
সরকার এবং সমস্ত বিরোধী দলের একসঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত বলেও মত প্রকাশ করেন সন্দীপ দেশপান্ডে নামের ওই এমএনএস নেতা।