দিল্লি, ১ অগাস্ট: গত ১০০ দিনে ১২ জন জঙ্গিকে খতম করা হয়েছে। যে ১২ জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা বাহিনী (Indian Army) , তাদের মধ্যে ৬ জন পাকিস্তানের (Pakistan)। অপারেশন মহাদেব (Operation Mahadev) এবং অপারেশন শিবশক্তির (Operation Shiv Shakti) মাধ্যমে গত ১০০ দিনে পরপর ১২ জঙ্গিকে খতম করেছেন ভারতের বীর জওয়ানরা। সূত্রের তরফে মিলছে এমন খবর।
প্রসঙ্গত অপারেশন সিঁদূর (Operation Sindoor) যখন শুরু হয়, সেই সময় ৬ এবং ৭ মে-এর মধ্যে চলে ভারতীয় সেনার অভিযান। ওই ২ দিনে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটিতে প্রবেশ করে, তা গুঁড়িয়ে দেন জওয়ানরা। শেষ করে ফেলেন প্রায় ১০০ জঙ্গিকে। অপারেশন সিঁদূরে কতজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে, এমন প্রশ্নের উত্তরে ওই সময় জানান রাজনাথ সিং। পরে সংসদে দাঁড়িয়েও রাজনাথ সিংকে এমন মন্তব্য করতে শোনা যায়।
আরও পড়ুন: Amit Shah: 'সংসদে দাঁড়িয়ে কথা দিলাম, জম্মু কাশ্মীরকে সন্ত্রাস মুক্ত করা হবে', প্রতিজ্ঞা শাহ-র
অপারেশন মহাদেব
প্রসঙ্গত গত ২৮ জুলাই অপারেশন মহাদেব শুরু করে ভারতীয় সেনা। মাউন্ট মহাদেবের গোপণ গুহা এবং তার সন্নিহিত জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর আসে। এরপর তল্লাশি শুরু করে সেনা বাহিনী। মাউন্ট মহাদেবের জঙ্গলে ঢুকে হাসিম মুসা, আফগান এবং জিবরান নামে পরপর ৩ লস্করের জঙ্গিকে খতম করা হয়। এরপরই জানানো হয়, পহেলগাঁও হামলার মূল মাথা পাকিস্তানি জঙ্গি হাসিম মুসাকে নিকেশ করেছে ভারতীয় সেনা। মুসা ওরফে সুলেমানের সঙ্গে তার ২ সঙ্গী জিবরান এবং আফগানকেও খতম করা হয়েছে বলে জানানো হয়।
পহেলগাঁও হামলা
গত ২২ এপ্রিল পহলেগাঁওয়ের (Pahalgam Terror Attack) বৈসরণ ভ্যালিতে হামলা চালায় লস্করের ছায়া সংগঠন টিআরএফ। বৈসরণ ভ্যালিতে থাকা পর্যটকদের দিকে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। পরপর ২৬ জন পর্যটককে নীরিহভাবে হত্যা করা হয়। যার ভয়াবহতায় কেঁপে ওঠে গোটা দেশ।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদ
পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক এবং কূটনৈতিক সম্পর্ক খারিজ করে ভারত। স্থগিত করে দেওয়া হয় সিন্ধু জলচুক্তি। ফলে পাকিস্তান যখন জল সঙ্কটে, তখন সিন্ধু চুক্তি স্থগিতই করে রাখে দিল্লি। মুখে সম্পর্কের কথা বলে, তার সঙ্গে কখনও সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে পারে না বলে ভারতের তরফে স্পষ্ট জানানো হয়।
অপারেশন সিঁদূর
এরপর ৬ মে ভারত শুরু করে অপারেশন সিঁদূর। পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে শুরু করে। ৭ মে পাকিস্তান ভারতের জনবসতিপূর্ণ এলাকাগুলিতে হামলার চেষ্টা চালালে, ভারত পালটা মার দেয়। ৮ মে ভোরে ভারত ফের পাকিস্তানে প্রবেশ করে তাদের গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি এবং বায়ুসেনা ঘাঁটিগুলিতে হামলা চালায়। যার জেরে পাকিস্তান তারপর আর মাথা তুলে দাঁড়িয়ে ভারতে আক্রমণ করতে পারেনি।