India-Israel Developing Rapid Testing Kit: মাত্র ৩০ সেকেন্ডে ফলাফল, করোনার র‌্যাপিড টেস্টিং কিট তৈরির পথে ভারত ও ইজরায়েল
PM Narendra Modi and Israel Prime Minister Benjamin Netanyahu (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ২৩ জুলাই: করোনাভাইরাসে (COVID-19) লড়াইয়ে ভারত ও ইজরায়েল (Israel) একযোগে কাজ করবে। দু'দেশ করোনা পরীক্ষার র‌্যাপিড টেস্টিং কিট (Rapid Testing kit) তৈরি করবে। যাতে ৩০ সেকেন্ডেরও কম সময়ে পরীক্ষার ফলাফল দেবে। ভারতে নিযুক্ত ইজরায়েলের দূতাবাস বৃহস্পতিবার এই খবর জানিয়েছে। দূতাবাসের টুইটে বলা হয়েছে, "আগামী কয়েক সপ্তাহে ইজরায়েলের বিদেশ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক এবং স্বাস্থ্য মন্ত্রক ভারত ও ইজরায়েলের মধ্যে করোনার লড়াইয়ে নেতৃত্ব দেবে। তেল আভিভ থেকে নতুন দিল্লিতে আসবে একটি বিশেষ বিমান। তাতে প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা আসবেন। যারা ডিআরডিও ও বিজ্ঞানী বিজয় রাঘবনের সঙ্গে কাজ করছেন করোনা টেস্টিং কিট তৈরির জন্য। এই কিট ৩০ সেকেন্ডের মধ্যে দ্রুত পরীক্ষার ফলাফল দেবে।” অধ্যাপক কৃষ্ণস্বামী বিজয় রাঘাবন কেন্দ্রীয় সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা।

ইজরায়েল দূতাবাস জানিয়েছে যে, মহামারীর একেবারে প্রথম দিকে ভারত ইজরায়েলকে সাহায্য করেছে। তাই তারা প্রতিদান দিতে চায়। টুইটে ইজরায়েলের দূতাবাস বলেছে, "করোনার প্রথম প্রাদুর্ভাবের পরে ভারত ইজরায়েলকে ওষুধ, মাস্ক এবং অন্য সুরক্ষামূলক সরঞ্জাম দিয়েছে। এখন, ইসরায়েল তার মহান বন্ধুকে ভেন্টিলেটর দেবে।” ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রন মালকা বলেন, “আমি এই ইজরায়েলি প্রতিনিধি দলকে ভারতে নেতৃত্ব দিতে পেরে গর্বিত। কঠিন সময়ে আমাদের বন্ধুত্বের পরীক্ষা হয় এবং ইজরায়েল এই কঠিন সময়ে ভারতকে সাহায্য করতে পেরে খুশি।" আরও পড়ুন: Junior Doctor Commits Suicide: স্বামীকে চার মাস দেখেননি, এবার আত্মঘাতী ডেন্টাল কলেজের জুনিয়র ডাক্তার

ইজরায়েলে এখনও পর্যন্ত ৫৬ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ২৩ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে গেছেন। ৪৩৩ জন মারা গেছেন।