Artificial Intelligence Job: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কাজে ৪৫ হাজার পদ খালি ভারতে
Photo Credit Adobe Stock

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বর্তমান সময়ে কাজ হারানোর কথা অনেকেই ভাবছেন। তবে এর বীপরীতে কাজে পাওয়ার কথাও জানাচ্ছে নতুন এই প্রযুক্তির ব্যবহার। ভারতবর্ষে এই মূহূর্তে ৪৫ হাজার কাজ খালি রয়েছে শুধুমাত্র আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্টিস্ট পদের জন্য।

ডেটা এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারেরা প্রতি বছর ১৪ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন এই কাজের মাধ্যমে এছাড়া ডেটা আর্কিটের্কটের কাজ করে বছরে রোজগার করতে পারবেন ১২ লক্ষের কাছাকাছি। তাছাড়া এই সব ক্ষেত্রে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকলে প্রতি বছরে করতে পারেন ২৫ থেকে ৪০ লক্ষ অবধি রোজগার।

৩৭ শতাংশ সংস্থা তাদের কর্মীদের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বেসড কাজের ক্ষেত্র তৈরির ক্ষেত্রে তাদের কর্মচারীদের সেইভাবে প্রশিক্ষিত করছে। । যেখানে ৩০ শতাংশ সংস্থা মনে করে কর্মচারীদের ভবিষ্যতে নতুন দিশা দেখাতে এআই লার্নিং প্রশিক্ষণ আবশ্যিক।

অ্ন্যদিকে ৫৬ শতাংশ সংস্থা মনে করেন এআই সমন্ধীয় এর যাবতীয় কাজের ক্ষেত্রে চাহিদা মেটাতে মানবসম্পদ তৈরির ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হচ্ছে। (তথ্য-টাইমস নাউ)