দিল্লি, ৪ জুন: গণনা শুরুর পর থেকে সময় য়ত এগোচ্ছে, তত স্পষ্ট হচ্ছে ৫৪২টি আসনের চিত্র। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এবারও আমেঠিতে বিজেপির প্রতিনিধি স্মৃতি ইরানি (Smriti Irani)। উত্তরপ্রদেশের আমেঠিতে জোর কদমে প্রচারের পরও স্মৃতি ইরানির কপালে ভাঁজ পড়তে শুরু করেছে। বিজেপির স্মৃতি ইরানিকে এবার ৫০ হাজার ভোটে পিছনে ফেলে দিয়েছেন কংগ্রেসের কিশোরীলাল শর্মা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আমেঠি আসন থেকে স্মৃতি ইরানিকে ৫০, ৭৫৮ ভোটে পিছনে ফেলেছেন কংগ্রেসের কিশোরীলাল শর্মা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ছবি পালটাবে কি না, সে বিষয়ে এখনও ধন্দ রয়েছে।
এদিকে উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে প্রথম দিকে একটু পিছিয়ে পড়লেও, পরে এগিয়ে যান নরেন্দ্র মোদী। অন্যদিকে নাগপুর থেকে নীতিন গড়কড়ি, গুজরাটে অমিত শাহ, উত্তরপ্রদেশের সুলতানপুরে মানেকা গান্ধী, তিরুবনন্তপুরমে রাজীব চন্দ্রশেখররা এগিয়ে রয়েছেন বলে খবর।