এবছরও লালকেল্লায় দেশ-বিদেশের বিশেষ অতিথিদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তবে এবছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোট ১৮০০ জন বিশিষ্ট মানুষকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। যার মধ্যে স্বাস্থ্য পরিষেবায় নিযুক্ত আধিকারিক, শিক্ষাবিদ থেকে শিক্ষক, সরপঞ্চ,প্রত্যন্ত গ্রামের গৃহবধূ, কৃষক, শ্রমিক, মজুর, খাদি কারিগর, নির্মাণকর্মী, সমাজসেবীরা রয়েছেন।
১৪০ কোটি দেশবাসীর স্বপ্ন পূরণ করে ২০৪৭ সালে জাতীয় পতাকা উত্তোলনের সময় ভারতকে বিশ্বভারত করে তোলার বার্তা দিয়ে ৭৭ তম স্বাধীনতা দিবসের ভাষণ শেষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর প্রায় ৯০ মিনিটের ভাষণ শেষ করে নেমে আসার সময় হাত নেড়ে সেখানে উপস্থিত অতিথি-সহ সমগ্র দেশবাসীকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর লালকেল্লা চত্বরে উপস্থিত সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট অতিথিদের কাছে গিয়ে তাঁদের অভিবাদন জানান প্রধানমন্ত্রী। অনেকের সঙ্গে করমর্দনও করেন তিনি। দেখুন সেই ছবি-
#WATCH | Prime Minister Narendra Modi meets guests who participated in #IndependenceDay celebrations at the Red Fort, in Delhi. pic.twitter.com/gSZKKJFs92
— ANI (@ANI) August 15, 2023