জয়পুর, ১১ আগস্ট: আইএএস টপার টিনা দাবি (Tina Dabi) ও আতহার আমির-উল-শফি খানের সরকারি ভাব বিবাহ বিচ্ছেদ হয়ে গেল৷ জয়পুরের পারিবারিক আদালতে গতকাল মঙ্গলবার এই বিবাহ বিচ্ছেদ হয়৷ সমঝোতার মাধ্যমে গত বছর নভেম্বরে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই আইএএস দম্পতি৷ বিশেষ বিবাহ আইনের ২৮ নম্বর ধারায় তাঁরা বিচ্ছেদের অনুমোদন পেয়েছেন৷ ২০১৮-তে তাঁদের বিয়ে হয়৷ ২০১৫-তে UPSC-র সিভিল সার্ভিস পরীক্ষায় টপার হয়েছিলেন টিনা দাবি৷ এজন্য তিনি প্রেসিডেন্ট পদকও পান৷ অন্যদিকে জম্মু ও কাশ্মীরের আতাহার খান দ্বিতীয় স্থানাধিকারী৷ ২০১৮-তে যুগলে বিয়ের পরের পরে দিল্লি থেকে জম্মু কাশ্মীর পর্যন্ত তাঁরাই ছিলেন আলোচ্য৷ কারণ এই বিয়েকে লাভজিহাদ আখ্যা দেয় হিন্দু মহাসভা৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: ১৪০ দিন পর নিম্নমুখী অ্যাক্টিভ কেস, দেশে নতুন করোনা রোগী ৩৮,৩৫৩ জন
এই দম্পতি বিচ্ছেদের পথে এগিয়েছেন তা বোঝা যায় গতবছরের নভেম্বরে৷ যখন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে খান পদবি ছেঁটে ফেলেন টিনা দাবি৷ প্রত্যুত্তোরে আতাহার খান নিজেও বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া সাইট থেকে স্ত্রী টিনাকে আনফলো করে দেন৷ গত নভেম্বরের ১ তারিখে জয়পুরের পারিবারিক আদালতে দু’জনই বিবাহ বিচ্ছেদের আবেদন করেন৷ ১৭ নভেম্বর তাঁরা ডিভোর্স ফাইল করেন৷ বর্তমানে রাজস্থান সরকারের অর্থদপ্তরের যুগ্মসচিব পদে বহাল টিনা দাবি৷ অন্যদিকে শ্রীনগর পুরনিগমের কমিশনার পদে কর্মরত আতহার খান৷