পঞ্জাব দখলের পর এবার দিল্লির বাইরে আরও কিছু রাজ্যে নিজের দলের পতাকা ওড়ানোর জোর প্রস্তুতি শুরু করে দিলেন অরবিন্দ কেজরিওয়াল। চলতি বছর গুজরাট ও হিমাচলপ্রদেশে বিধানসভা নির্বাচন হতে চলেছে। বিজেপি-র শক্ত ঘাঁটিতে এবার ঝাড়ু চালিয়ে ক্ষমতায় আসতে মরিয়া আম আদমি পার্টি প্রধান। আজ, শনিবার হিমাচলপ্রদেশের কাঙরায় বড় জনসভা করলেন আপ প্রধান কেজরিওয়াল।
সেই সভায় কেজরি জানালেন, তিনি শুনেছেন গুজরাট ও হিমাচলে বিজেপি নির্ধারত সময়ের আগেই ভোট করতে পারে। ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা ওই দুই রাজ্যে। কিন্তু বিজেপি বেশ কিছু কারণে তার আগেই ভোট করাতে উদ্যোগী বলে শোনা যাচ্ছে বলে জানালেন কেজরি। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে চলতি বছর বিধানসভা নির্বাচনে জয়ের পর বিজেপি যে গুজরাট, হিমচলপ্রদেশে ভোট এগিয়ে আনতে পারে সেটা শোনা যাচ্ছে। আরও পড়ুন: লালুর বাড়ির ইফতারে নীতীশ, বিজেপি ছেড়ে ফের মহাজোটে? বড় কথা বললেন বিহারের মুখ্যমন্ত্রী
দেখুন টুইট
Himachal Pradesh | I have heard that they (BJP) will hold early Assembly elections in Himachal Pradesh and Gujarat: AAP national convenor and Delhi CM Arvind Kejriwal in Kangra pic.twitter.com/nIXzFyR1g6
— ANI (@ANI) April 23, 2022
নয়া হিমাচলপ্রদেশ গড়ার ডাক দিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ আনেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লি, পঞ্জাবে সরকারে থাকলেও এখনও পর্যন্ত কোনও বিজেপি শাসিত রাজ্যে কেজরির দলের ফল ভাল হয়নি। সেই মিথ ভাঙার লড়াইয়ে নেমেছে আপ সুপ্রিমো।