মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Photo: ANI)

কলকাতা, ১৩ মে: করোনা পরিস্থিতিতে পঞ্চায়েত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আজ নবান্নে (Nabanna) জেলার পঞ্চায়েত বিভাগগুলির সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। গ্রাম পঞ্চায়েত এলাকায় কীসে কীসে বিধি নিষেধ, কোন কোন দোকান খোলা থাকবে, কী কী বন্ধ, তাই নিয়েই কথা বলেন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দর খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী বলেন, করোনার ত্রাসের মধ্যেই সাবধানতা অবলম্বন করে শেষ করতে হবে গ্রামবাংলায় উন্নয়নের কাজ। তিনি বলেন, করোনা থাকবে, তার মধ্যেই চাই গ্রাম বাংলার জাগরণ। তিনি আশ্বাস দেন, আস্তে আস্তে আরও দোকানপাট খুলবে। মুখ্যমন্ত্রী বলেন, "আগামীদিনে খোলা হবে আরও দোকান। আমরা চাই দোকান-পাট খুলুক। করোনা মোকাবিলায় ভয় পাওয়ার কারণ নেই। ১০০ দিনের কাজ শুরু করতে হবে। বেশি করে লোককে কাজের সুযোগ করে দিতে হবে।"

মৎস্য বা সেচ দপ্তরের কাজ শুরু করতে কোনও অসুবিধা বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। পুজোর আগে আবাস যোজনা এবং গ্রামীণ সড়ক যোজনার কাজ শেষ করতে নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্যমুখী পরিযায়ী শ্রমিকদের এই রাজ্যেই কাজের ব্যবস্থা নিশ্চিত করতে তিনি নির্দেশ দিয়েছেন। আরও পড়ুন: Air India to Operate Special Domestic Flights: ১৯ মে থেকে দেশের বিভিন্ন শহরের মধ্যে বিমান চালাবে এয়ার ইন্ডিয়া

এছাড়া রেশন নিয়েও ফের সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "রেশন নিয়ে কোনও গ্রাহকের থেকে অভিযোগ আসা উচিত নয়। রেশন (Ration) বা কোনও প্রকল্প নিয়ে আমি কোনও অভিযোগ শুনতে চাই না। আমাদের সংকল্প আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যাব।"