নতুন দিল্লি, ১৩ মে: ট্রেনের পর এবার শুরু হচ্ছে বিমান (Flights) চলাচল। ১৯ মে থেকেই কয়েকটি রুটে স্পেশাল উড়ান চালাবে এয়ার ইন্ডিয়া (Air India)। টাইমস অফ ইন্ডিয়ার (TOI) খবরে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে যারা আটকে পড়েছেন, তাঁদের ঘরে ফেরাতেই এই বিমানগুলি চালানো হবে বলে জানা গেছে। ১৯ মে- ২ জুনের মধ্যে এই বিমানগুলি চালাবে এয়ার ইন্ডিয়া। এই বিমান সফরের খরচ যাত্রীদের থেকেই নেওয়া হবে। টিকিং বুকিং এখনও শুরু হয়নি, তবে খুব শীঘ্রই শুরু হবে।
জানা গেছে, স্পেশাল বিমানগুলির বেশিরভাগ ছাড়বে দিল্লি, মুম্বই, হায়দরাবাদ এবং বেঙ্গালুরু থেকে। ১৯ মে কোচি থেকে চেন্নাই যাবে একটি বিমান। এছাড়া দিল্লি থেকে ১৭৩টি, মুম্বই থেকে ৪০টি, হায়দরাবাদ থেকে ২৫টি এবং বেঙ্গালুরু থেকে ১২টি বিমান ছাড়বে। দিল্লি থেকে বিমানগুলি যাবে জয়পুর, বেঙ্গালুরু, হায়দরাবাদ, অমৃতসর, কোচি, আমেদাবাদ, গয়া, লখনউ-সহ অন্য শহরে। মুম্বই থেকে বেঙ্গলুরু, বিশাখাপটনম, কোচি, আমেদাবাদের, হায়দরাবাদ ও বিজয়ওয়াড়ার বিমান ছাড়বে। এছাড়া হায়দরাবাদ থেকে মুম্বই, দিল্লির বিমান ছাড়বে। এই সব শহর থেকে ফিরতি বিমানও ছাড়বে। বেঙ্গালুরু থেকে মুম্বই, দিল্লি, হায়দরাবাদের বিমান ছাড়বে। ভুবনেশ্বর থেকে বিমান ছাড়বে বেঙ্গালুরুর। আরও পড়ুন: Delhi Shocker: ৩৩ বছর আগে মাকে খুন করেছিল, এবার খুন করল ছেলেকে!
এয়ার ইন্ডিয়ার এক সিনিয়র আধিকারিক বলেন, সূচি তৈরি রয়েছে। আসামরিক বিমান পরিবহন মন্ত্রকের থেকে সবুজ সংকেতের জন্য এখন অপেক্ষা করা হচ্ছে। প্রথমে ১৫ মে থেকে শুরুর ঠিক হলেও পরে তা পিছিয়ে যায়। এখন ১৯ মে থেকে বিমান চালানোর বিষয়টি স্থির হয়েছে।"