অরবিন্দ কেজরিওয়াল(Photo Credit: ANI Twitter)

নতুন দিল্লি, ২৫ মার্চ: করোনাকে ঠেকাতে লকডাউনে গোটা দেশ। এই সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বিক্রেতাদের জন্য পাস চালু করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। যাঁরা জরুরি পরিষেবার কাজে রয়েছেন তাঁরাও পাবেন এই পাস। যাঁদের দোকান খুলে রাখাটা খুব জরুরি তাঁদের জন্য ই-পাসের বন্দোবস্তও হয়েছে। কোভিড-১৯কে রুখতে দেশজুড়ে ২১ দিনের জন্য লকডাউন চলছে। বাড়ির বাইরে বেরোলেই ২ বছরের জেল। এই পরিস্থিতিতে রাজধানীতে কেউ কোনওরকম সমস্যার মুখোমুখি হলে যাতে পুলিশ সহায়তা পান সেজন্য চালু হল হেল্পলাইন নম্বর। পুলিশ কমিশনার এই নম্বর চালু করেছেন। নম্বরটি হল 23469536।

লকডাউনের প্রথম দিনই সংবাদ মাধ্যমকে এই তথ্য দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, “আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঘাটতি হবেনা। প্রধানমন্ত্রীর ভাষণের পরে পরেই মুদিদোকানে দুশ্চিন্তাগ্রস্ত মানুষের ভিড় জমে যায়। সবাই চাইছেন এই ২১ দিনের খাবার বাড়িতে রাখতে। আমি আবারও জনগণকে বলছি কেনাকাটা নিয়ে আতঙ্কিত হবেন না। প্রয়োজনীয় দ্রব্যাদির ঘাটতি হবে না আশ্বাস দিচ্ছি।” আরও পড়ুন-Omar Abdullah Demands Release Of Mehbooba Mufti: করোনাত্রস্ত দেশ লকডাউনে, মেহবুবা মুফতির মুক্তির দাবি জানালেন অমর আবদুল্লা

দি্লির লিউটেন্যান্ট গভর্নর অনিল বৈজল এদিনের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আমরা যখন মারণ রোগের সংক্রমণ ছড়াতে এই লকডাউনকে স্বাগত জানিয়েছি। ঠিক একইভাবে এই পরিস্থিতিতে সমাজে নিম্নবিত্ত মানুষের অসুবিধার দেখভালও করব। এই লকডাউনের সময় সমস্ত প্রয়োজনীয় দ্রব্যাদি মিলবে নিশ্চিত করলাম।”