Hockey India Annual Awards 2025 (Photo Credit: X@DDNewslive)

নতুন দিল্লিতে সম্প্রতি হয়ে গেল সপ্তম হকি ইন্ডিয়া বার্ষিক পুরস্কার ২০২৪-এর অনুষ্ঠান।ভারতীয় হকির ১০০ বছরের পূর্তিতে এ বছরের পুরস্কার বিশেষ উল্লেখযোগ্য। একইসঙ্গে এ বছরই ১৯৭৫ এ হকিতে বিশ্বকাপ জয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ।অনুষ্ঠানে হকি ইন্ডিয়ার তরফে ১৯৭৫ এর বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের হকি ইন্ডিয়া মেজর ধ্যানচাঁদ আজীবন সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার হিসেবে ৫০ লক্ষ টাকা নগদ দেওয়া হয়েছে ১৯৭৫ সালের পুরুষদের বিশ্বকাপ জয়ী দলকে।

২০২৪ এর সেরা মহিলা হকি খেলোয়াড় হিসাবে সবিতা পুনিয়া এবং পুরুষ বিভাগে হরমনপ্রীত সিং পেয়েছেন হকি ইন্ডিয়া বলবীর সিং সিনিয়র প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার। পুরুষদের হকিতে হরমনপ্রীত ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতকে টানা দ্বিতীয় ব্রোঞ্জ পদক এনে দিয়েছিলেন। তিনি টোকিও গেমসের ব্রোঞ্জ পদকজয়ী দলেরও অংশ ছিলেন। অন্যদিকে প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কারের পাশপাশি মহিলা হকি দলের গোলরক্ষক সবিতা পুনিয়া ২০২৪ সালের জন্য হকি ইন্ডিয়া বলজিৎ সিং বর্ষসেরা গোলরক্ষক অফ দ্য ইয়ার পুরষ্কারও জিতেছেন। এই নিয়ে তৃতীয়বার সবিতা এই পুরষ্কার জিতলেন। আন্তর্জাতিক হকি থেকে গত বছর অবসর নেওয়া পি আর সৃজেশ কে হকি ইন্ডিয়া মেন্স গোলকিপার অফ দ্য ইয়ার পুরস্কার প্রদান করা হয়েছে।

ওই অনুষ্ঠানে দেশজুড়ে হকির প্রসার এবং প্রচারে প্রসার ভারতীর অক্লান্ত চেষ্টার জন্য হকি ইন্ডিয়া জামানলাল শর্মা এওয়ার্ড ফর ইনভ্যালুয়েবল কন্ট্রিবিউশান ২০২৪ পুরস্কার প্রদান করা হয়েছে প্রসার ভারতীকে। বর্ণাঢ্য এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকি এবং মহাসচিব ভোলানাথ সিং প্রমুখ।