মুম্বই: রবিবার মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের (Mumbai International Airport) একটি নীল ব্যাগে (blue bag) বোমা (bomb) রাখা আছে বলে একটি হুমকি কল (hoax call) করা হয়। তারপরই যুদ্ধকালীন তৎপরতায় বিমানবন্দরের প্রতিটি জায়গায় চিরুনি তল্লাশি চালান নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। আরও পড়ুন: Uttar Pradesh: বলিউডের গল্প আছাড় খেল বাস্তবের মাটিতে, প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন খোদ স্বামী
বম্ব স্কোয়াডের (bomb squad) লোকেরা এসেও তল্লাশি চালান। যদিও শেষ পর্যন্ত বোমার কোনও সন্ধান মেলেনি। বর্তমানে বিমানবন্দরে ফোন করে যে বোমা থাকার কথা বলেছিল তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে মুম্বই পুলিশ। আরও পড়ুন: Tezu Airport: অরুণাচলে পুনর্গঠিত তেজু বিমানবন্দরের উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভিডিয়ো
A hoax call was made to Mumbai International Airport saying there was a bomb in a blue bag at the airport, Mumbai police officer and bomb squad team reached the airport and investigation was done, nothing was found during the probe. Currently, Police are searching for the caller:…
— ANI (@ANI) September 24, 2023