তেজু: রবিবার দুপুরে অরুণাচলের (Arunachal Pradesh) লোহিত জেলায় (Lohit district) অবস্থিত পুনর্গঠিত তেজু বিমানবন্দরের (revamped Tezu airport) উদ্বোধন করলেন কেন্দ্রীয় অসামরিক বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Civil Aviation Minister Jyotiraditya Scindia)। আরও পড়ুন: Gujarat Tragedy: গুজরাটের রাজকোটে গণেশ বিসর্জন দিতে গিয়ে ডুবে মৃত্যু হল মামা-ভাগ্নের
অত্যাধুনিক ভাবে সাজানো বিমানবন্দরটিতে ATR ৭২ ধরনের বিমানের (ATR 72 type aircraft) জন্য ডিজাইন করা দুটি এপ্রোন, ১৫০০m x ৩০m পর্যন্ত প্রসারিত একটি রানওয়ে, একটি ভ্রমণকারী-বান্ধব টার্মিনাল এবং ৭৫m রানওয়ে স্ট্রিপ সমেত একটি ফায়ার স্টেশন-সহ এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার রয়েছে। আরও পড়ুন: Uttar Pradesh: বলিউডের গল্প আছাড় খেল বাস্তবের মাটিতে, প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন খোদ স্বামী
দেখুন ভিডিয়ো:
#WATCH | Arunachal Pradesh: Civil Aviation Minister Jyotiraditya Scindia inaugurates the revamped Tezu airport in Lohit district
The upgraded airport includes two aprons designed for ATR 72 type aircraft, a runway extended to 1500m x 30m, a traveller-friendly terminal, and a… pic.twitter.com/Bz2qJiPsEI
— ANI (@ANI) September 24, 2023