মার্কিন যুক্তরাষ্ট্রে মন্দিরে খালিস্তানীদের হামলার ঘটনায় নিজের মতামত ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।তিনি জানান, এই বিষয়ে তিনি অবগত রয়েছেন এবং উগ্র শক্তিকে কখনই স্থান দেওয়া উচিত নয় বলে জানান তিনি।
এছড়াও তিনি জানিয়েছেন যে সানফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ইতিমধ্যেই বিষয়ে মার্কিন প্রশাসনকে জানানো হয়েছে। এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
বেশ কিছু খালিস্তানপন্থীরা স্বামীনাথন মন্দিরের দেওয়ালে বিভিন্ন ধরনের ঘৃণামূলক লেখা লিখে চলে যায়। ঘটনাটি সবার নজরে আসে শুক্রবার। মন্দিরের দেওয়ালে ভারত বিদ্বেষী লেখাও দেখা যায়।যার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গেছে ঘটনাটি বৃহষ্পতিবার রাতের দিকে ঘটেছে।বিষয়টি মন্দিরের পাশেই থাকা একজন ভক্তের নজরে পড়ে। স্থানীয় প্রশাসনকে তার পরেই জানানো হয়।
এদিকে খালিস্তানী পন্থী গুরপতবন্ত সিংকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে নিখিল গুপ্তা নামের এক ভারতীয়কে।যার তদন্ত ইতিমধ্যেই চলছে বলে জানা গিয়েছে।
"I have seen it...extremists, separatists should not be given space": Jaishankar after Hindu temple defaced in US
Read @ANI Story | https://t.co/s2Tk72ct2W#SJaishankar #SwaminarayanTemple #California #Newark #America #CounterTerrorism pic.twitter.com/XHLiwg5mQK
— ANI Digital (@ani_digital) December 23, 2023