মোরাদাবাদ, ২৬ ডিসেম্বর: দোকানের নাম 'নিউ সাই জুস সেন্টার' (New Sai Juice Centre), মালিক মুসলিম। আর এ নিয়েই আপত্তি জানিয়ে দোকান বন্ধ করা হল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদ (Moradabad) জেলার মাঝোলা এলাকায়। অভিযোগ, ওই দোকানে ভাঙচুরও চালিয়েছে বজরং দলের (Bajrang Dal) কর্মীরা। তাদের দাবি, সাই বাবা একজন হিন্দু দেবতা, মুসলিম মালিককে তাই দোকানের নাম পরিবর্তন করতে হবে। মুসলিম মালিক, অথচ দোকানের নাম রয়েছে হিন্দু দেব-দেবীর নামে, এই ধরনের আরও দোকান বন্ধ করার হুমকিও সংগঠনটি।
দোকান ভাঙচুরের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বজরং দলের নেতা নবনীত শর্মা এবং তার সহযোগীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে হিংসা এবং ভয় দেখানোর জন্য। তবে বিতর্ক এখানেই শেষ নয়। সূত্রের খবর, পুলিশ নাকি মালিক শাব্বু খানকে তাঁর দোকানের নাম পরিবর্তন করার পরামর্শ দিয়েছে আরও ঝামেলা এড়াতে।
এলাকার স্থানীয়রা দাবি করেছে যে পুলিশ প্রথমে নীরব দর্শক ছিল। পরে জুসের দোকানের মালিক শাব্বু খানকে পরামর্শ দিয়েছিল দোকানের নাম পরিবর্তন করার। শাব্বু খান বলেন, "আমি বৃহস্পতিবার বাড়িতে ডিনার করতে গিয়েছিলাম। তখনই আমি জানতে পারি যে কিছু লোক আমার দোকান ভাংচুর করছে। তাঁরা আমার ধর্মীয় বিশ্বাসের কারণে আমাকে দোকান বন্ধ করতে বলেছিল। এই দোকানটি আমার জীবনের এবং আমার পরিবারের অংশ।" আরও পড়ুন: Omicron Cases In India: দেশে ওমিক্রন প্রজাতিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪২২
মাঝোলা স্টেশন হাউস অফিসার (এসএইচও) ধনঞ্জয় সিং বলেছেন, "আমরা দেখতে পেয়েছি যে নবনীত শর্মার নেতৃত্বে প্রায় ২০-২৫ জন লোক জোর করে জুসের দোকান বন্ধ করে দিয়েছে। তারা মালিককে চড় মেরেছে। আমরা এফআইআর দায়ের করেছি।"