এমনিতেই বৃষ্টির কারণে সমস্যায় সাধারণ মানুষ তার ওপর আবহাওয়া দফতরের তরফে নতুন করে কমলা সতর্কতা চিন্তা বাড়িয়েছে হিমাচল প্রদেশে। এই রাজ্য ৮ জেলায় ভারী থেকে ভারী মাত্রায় বৃষ্টির পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া দফতর।
ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল দফতরের(IMD) প্রধান বুই লাল জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টায় হিমাচল প্রদেশে কমলা সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে।
হিমাচল প্রদেশ (Himachal Pradesh) অনেকগুলি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।সিরমার জেলায় এখনও পর্যন্ত ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া যে যে স্থাগুলিতে এখনও পর্যন্ত কমলা অ্যালার্ট জারি করা হয়েছে সেগুলি হল যথাক্রমে, চাম্বা, কাঙ্গরা, কুল্লু, মান্ডি, সিমলা, সোলান, সিরমর এবং বিলাসপুর জেলা।
কুল্লুর ডেপুটি কমিশনারের তরফে জানানো হয়েছে যে ৫ কোটি টাকা বন্যা দুর্গতদের জন্য বরাদ্দ করা হয়েছে। রাজস্ব দফতরের আধিকারিকেরা ঘটনাস্থলে রয়েছেন এবং তারা অর্থ প্রদান করছেন বলে জানা গেছে। প্রবল বৃষ্টি এবং বন্যার কারণে কাঠামোগত এবং আর্থিক অনেক ক্ষতির মধ্যে পড়েছে হিমাচল প্রদেশ।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন গত ৭৫ বছরে সবথেকে বেশি বৃষ্টি ও বন্যার শিকার হয়েছে এই রাজ্য। বন্যআ এবং বৃষ্টির কারমে সরকারের ক্ষতির পরিমান প্রায় ৮ হাজার কোটি টাকার কাছাকাছি পৌছেছে। এর জন্য কেন্দ্রের কাছে সাহায্যের দাবি জানিয়েছে হিমাচলপ্রদেশ সরকার।
IMD issues orange alert for 8 districts of Himachal Pradesh today
Read @ANI Story | https://t.co/qMoLd4VFvT#IMD #HimachalPradesh #rainalert pic.twitter.com/J0mXK0C8H0
— ANI Digital (@ani_digital) July 23, 2023