দিল্লি, ২৮ জুন: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) অবশেষে জামিন পেলেন। গত জানুয়ারিতে জমি কেলেঙ্কারিতে অর্থ পাচার মামলায় গ্রেফতার করা হয় হেমন্ত সোরেনকে। প্রায় ৬ মাস পর অবশেষে জামিন পান হেমন্ত। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামিনের পর মুখ খোলেন তাঁর স্ত্রী কল্পনা সোরেন। কল্পনা (Kalpana Soren) বলেন, 'বহু মাস পর এই দিনটি এসেছে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই।'
চলতি বছরের জানুয়ারি মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারির আগে পদত্যাগ করেন হেমন্ত। তাঁর জায়গায় চম্পাই সোরেন-কে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বসিয়ে যান হেমন্ত। স্বামী-র মুক্তির জন্য বহু জায়গায় দরবার করেও ফল পাচ্ছিলেন না হেমন্তের স্ত্রী কল্পনা সোরেন। হেমন্ত গ্রেফতার হলেও, ঝাড়খণ্ডে লোকসভা ভোটে তার প্রভাব পড়েনি। ভোটে জনাদেশে হেমন্তের বিরুদ্ধে দুর্নীতি সেভাবে ধোপে টেকেনি। ফলে ভোট মিটতেই এবার ছাড়াও পেয়ে যান হেমন্ত।
আরও পড়ুন: Hemant Soren: ভোটে বসন্ত, জামিনে হেমন্ত! পাঁচ মাস পর জেল থেকে ছাড়া পাচ্ছেন হেমন্ত সোরেন
চলতি বছর নভেম্বরে ঝাড়খণ্ডে ৮১টি বিধানসভা আসনে নির্বাচন। হেমন্ত ছাড়া পাওয়ায় অতি গুরুত্বপূর্ণ ভোটের আগে বিজেপি আরও চাপে পড়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।