Hemant Soren (Photo Credit: ANI/Twitter)

রাঁচি, ২৮ জুন: জমি কেলেঙ্কারিতে অর্থ পাচার মামলায় সিবিআইয়ের হাতে চলতি বছর ৩১ জানুয়ারি গ্রেফতার হয়েছিলেন। আর ২৮ জুন পেলেন জামিন। ভোটের মুখে গ্রেফতার হওয়া ঝাড়খণ্ডের ততকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) অবশেষে জামিন পেলেন। ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশের পর পাঁচ মাস পর জেল থেকে ছাড়া পাচ্ছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্ত সোরেন। লোকসভা ভোটে জামিন না পেলেও আর ক মাস বাদে হতে চলা ঝাড়খণ্ড বিধানসভা ভোটের মুখে জামিন পেয়ে স্বস্তি ফিরে পেলেন ঝাড়খণ্ড রাজনীতির প্রধান মুখ শিবু সোরেনের ছেলে হেমন্ত।

লোকসভা ভোটের সময় দলের প্রচারের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেওয়া হলেও জেল থেকে হেমন্ত সোরেন-কে মুক্তি দিতে রাজি হয়নি আদালত। তবে এবার তাঁকে বড় স্বস্তি দিল আদালত। তাঁকে জেলে আটকে রাখার মত আর তেমন কারণই দেখাতে পরাল না সিবিআই। আরও পড়ুন- ভোরবেলা ঘুমিয়ে পড়লেন চালক, ট্রাকে গিয়ে সজোরে ধাক্কা মিনিবাসের, মৃত্যু ১৩ তীর্থযাত্রীর

দেখুন খবরটি

ক মাস আগেই তাঁকে মুখ্যমন্ত্রী বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেফতার করেছিল সিবিআই। গ্রেফতার হওয়ার আগে পদত্যাগ করেছিলেন হেমন্ত। তাঁর জায়গায় চম্পাই সোরেন-কে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বসিয়ে যান হেমন্ত। স্বামী-র মুক্তির জন্য বহু জায়গায় দরবার করেও ফল পাচ্ছিলেন না হেমন্তের স্ত্রী কল্পনা সোরেন। তবে জেলবন্দি হেমন্তকে ছাড়াই লোকসভা নির্বাচনে ভাল ফল করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেস জোট। হেমন্ত ম্যাজিকে ঝাড়খণ্ডে ভোট হারের অনেকটা বাড়ে ইন্ডিয়া জোটের। জনাদেশে হেমন্তের বিরুদ্ধে দুর্নীতি সেভাবে ধোপে টেকেনি। এবার ভোট মিটতেই ছাড়াও পেলেন হেমন্ত। চলতি বছর নভেম্বরে ঝাড়খণ্ডে ৮১টি বিধানসভা আসনে নির্বাচন। হেমন্ত ছাড়া পাওয়ায় অতি গুরুত্বপূর্ণ ভোটের আগে বিজেপি আরও তাপে পড়ে গেল বলে মনে করা হচ্ছে।